Advertisement
Back to
Presents
Associate Partners
Lok Sabha Election 2024

মন্দির সংস্কারের আশ্বাস লকেটের, কটাক্ষ তৃণমূলের

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ সিমলাগড় কালীমন্দিরে পুজো দেন লকেট। পরে চাঁপাহাটি কলোনিতে রাধাগোবিন্দ মন্দিরেও পুজো দিতে আসেন। এলাকাবাসী তাঁর কাছে ওই মন্দির সংস্কারের দাবি জানান।

গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন লকেট। সিমলাগড়ে।

গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন লকেট। সিমলাগড়ে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পান্ডুয়া শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৪ ০৭:৫৮
Share: Save:

গত লোকসভা ভোটের আগে প্রচারে এসেছিলেন লকেট চট্টোপাধ্যায়। তাঁর কাছে এলাকার রাধাগোবিন্দ মন্দির সংস্কারের দাবি জানিয়েছিলেন গ্রামবাসীরা। ভোটে জিতে সাংসদ হন লকেট। তবে মন্দির সংস্কার হয়নি। পাঁচ বছর পরে ফের ভোট এসেছে। ভোট প্রার্থনায় ফের বিজেপির প্রার্থী হয়ে লকেট হাজির পান্ডুয়া ব্লকের চাঁপাহাটি কলোনিতে। তাঁকে কাছে পেয়ে ফের ওই মন্দির সংস্কারের দাবি জানালেন স্থানীয় মানুষজন।

স্থানীয়দের দাবি, গত বার তিনি বিষয়টি দেখবেন বলেছিলেন। এ বারও আশ্বাস দিয়েছেন। তবে গত বারের প্রতিশ্রুতির বিষয়টি এড়িয়ে লকেট সাংবাদিকদের বলেন, ‘‘এ বারই গ্রামবাসীরা আমাকে মন্দির সংস্কারের কথা বলেছেন। আমার লোকসভা কেন্দ্রে যত মন্দির আছে, সবই সংস্কার করা হবে।’’ লকেটের এ হেন প্রতিশ্রুতিতে অবশ্য ‘ভাঁওতা’ দেখছেন তৃণমূল নেতৃত্ব।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ সিমলাগড় কালীমন্দিরে পুজো দেন লকেট। পরে চাঁপাহাটি কলোনিতে রাধাগোবিন্দ মন্দিরেও পুজো দিতে আসেন। এলাকাবাসী তাঁর কাছে ওই মন্দির সংস্কারের দাবি জানান। মন্দির কমিটির সভাপতি নির্মলকুমার ব্যাপারী জানান, মন্দিরটি পনেরো বছরের বেশি পুরনো। তাঁর বক্তব্য, ২০১৯ সালে ভোট প্রচারে বেরিয়ে লকেটের এই মন্দিরে আসার কথা থাকলেও আসেননি। পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময়ে তাঁর কাছে মন্দির সংস্কারের দাবি জানানো হলে তিনি বলেছিলেন, ‘দেখছি’। কিন্তু পাঁচ বছর গড়িয়ে গেলেও এই গ্রামে আর আসেননি। এ বারও মন্দির সংস্কারের কথা দিদিকে বলা হয়েছে। উনি বলেছেন, দেখবেন।’’

একই কথা জানিয়ে নমিতা হাওলাদার, অপর্ণা বালারা বলেন, ‘‘এই এলাকা আর্থিক দিক থেকে অনেক পিছিয়ে। ছোট্ট একটি ঘরে রাধাগোবিন্দ থাকেন। দিন দিন ভক্তের সংখ্যা বাড়ছে। মন্দির সংস্কার জরুরি।’’

লকেটের আশ্বাস নিয়ে পান্ডুয়া ব্লক তৃণমূল সভাপতি আনিসুল ইসলামের প্রতিক্রিয়া, ‘‘ভোটের সময়ে প্রতিশ্রুতি দেয় বিজেপি। ভোট মিটে গেলে তাদের দেখা পাওয়া যায় না। এ বারও উনি (লকেট) গ্রামের মানুষদের প্রতিশ্রুতি দিয়েছেন। আসলে তা ভাঁওতা। সকলেই সত্যিটা বোঝেন!’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2024 Locket chatterjee TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE