ঘরের খাটে শুয়েছিল মাস ছয়েকের ছোট শিশুটি। অভিযোগ, সেই ঘরেই মেঝেতে বসে বোমা তৈরি করছিল তার বাবা আর দাদু। শিশুটির বাবা এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। দাদু আইএসএফ কর্মী।
বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার মরিচা গ্রামে। ধৃতের নাম মেহের আলি মোল্লা। ৯টি বোমা ছাড়াও ৭০০ গ্রাম বোমার মশলা, সুতলি, ক্যাপ-পটকা সহ বোমা তৈরির উপকরণ উদ্ধার হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মেহের আইএসএফ কর্মী হিসেবে পরিচিত। তাঁর ছেলে মিরাজুল মোল্লা আবার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। বোমা বাঁধার খবর পেয়ে পুলিশ আসে। মেহেরকে হাতেনাতে ধরে ফেলে। পালিয়ে যায় মিরাজুল। তার খোঁজ করছে পুলিশ।
ঘরের মধ্যে একরত্তি শিশুকে রেখে বাবা-দাদুরা যে ভাবে বোমা বাঁধছিল, তা দেখে হতবাক পুলিশও। শিশুটিকে সেখান থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
চালতাবেড়িয়া অঞ্চল প্রধানের স্বামী তথা এলাকার তৃণমূল নেতা নিজাম মোল্লা বলেন, ‘‘ভোটের আগে নতুন করে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে আইএসএফ পরিকল্পিত ভাবে বোমা তৈরি করছিল। পুলিশ যদি সমস্ত বুথে তল্লাশি চালায়, তা হলে আরও বোমা পাবে আইএসএফের লোকজনের বাড়ি থেকে।’’ অভিযোগ উড়িয়ে দিয়ে আইএসএফের জেলা পরিষদ সদস্য রাইনুর হক বলেন, ‘‘ওরা মিথ্যা অভিযোগ করছে। বাবা আমাদের সমর্থক হলেও ছেলে এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। এলাকায় গন্ডগোল করতে ছেলেই বাড়িতে বোমা বাঁধছিল। তাকে না পেয়ে পুলিশ বৃদ্ধ বাবাকে তুলে নিয়ে গিয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে কারা গন্ডগোল করেছিল, তা ভাঙড়ের মানুষ জানেন।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)