Advertisement
Back to
Presents
Associate Partners
Lok Sabha Election 2024

আর্থিক বৃদ্ধি হতে হবে ৯-১০ শতাংশ

কান্তের বক্তব্য, ৩৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হতে গেলে বছরের পর বছর ধরে ৯-১০ শতাংশ আর্থিক বৃদ্ধি প্রয়োজন। তার জন্য লাগাতার বদল ও উদ্ভাবন দরকার। সেই বদল শুরু হয়েছে বলে দাবি তাঁর।

An image of economy

—প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৪৯
Share: Save:

লোকসভা ভোটের মুখে ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি করে তোলার স্বপ্ন ফেরি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারের তরফে বার্তা, ২০৪৭ সালে স্বাধীনতার একশো বছরের মধ্যে সেই অর্থনীতির বহরকে ৩৫ লক্ষ কোটি ডলারে নিয়ে যাওয়াও লক্ষ্য। রবিবার কেন্দ্রের উপদেষ্টা নীতি আয়োগের প্রাক্তন সিইও এবং ভারতের জি-২০ শেরপা অমিতাভ কান্তের দাবি, সেই লক্ষ্য পূরণ করতে আগামী প্রায় তিন দশক ধরে ভারতের বার্ষিক জিডিপি বৃদ্ধির হার ৯-১০ শতাংশ হতে হবে।

এক অনুষ্ঠানে কান্ত বলেন, ‘‘আমরা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। ২০২৭-এর মধ্যেই জাপান এবং জার্মানিকে ছাড়িয়ে তৃতীয় বৃহত্তমতে পরিণত হব। লক্ষ্য, ২০৪৭ সালের মধ্যে ৩৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হয়ে ওঠা।’’ কান্তের দাবি, এর মানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

কান্তের বক্তব্য, ৩৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হতে গেলে বছরের পর বছর ধরে ৯-১০ শতাংশ আর্থিক বৃদ্ধি প্রয়োজন। তার জন্য লাগাতার বদল ও উদ্ভাবন দরকার। সেই বদল শুরু হয়েছে বলে দাবি তাঁর।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2024 Indian Econo Indian Finance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE