Advertisement
Back to
Presents
Associate Partners
Robert Vadra

‘সারা দেশ চায়’, রাজনীতিতে যোগ প্রসঙ্গে মত জানালেন গান্ধী পরিবারের জামাই রবার্ট

অমেঠী থেকে কংগ্রেস তাঁকে টিকিট দেবে কি না তা এখনও নিশ্চিত নয়, তবে রবার্ট বার বারই দাবি করে আসছেন, সেখানকার মানুষ চাইছেন এ বার ওই আসন থেকে তিনিই লড়ুন।

Robert Vadra said that entire country wants him to join politics

(বাঁ দিকে) রবার্ট বঢরা এবং প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ ১১:০৯
Share: Save:

রাজনৈতিক পরিবারের সঙ্গে যুক্ত থাকলেও এত দিন তিনি সরাসরি রাজনীতিতে পা দেননি। রাজনীতি থেকে নিজেকে কিছুটা দূরেই রেখেছিলেন। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে থেকেই সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে একের পর এক ইঙ্গিত দিচ্ছেন গান্ধী পরিবারের জামাই রবার্ট বঢরা। গান্ধী পরিবারের পারিবারিক আসন অমেঠী থেকে এ বার কাকে প্রার্থী করা হবে, তা এখনও চূড়ান্ত করেনি কংগ্রেস। সেই জল্পনার মাঝেই ভেসে বেড়াচ্ছে প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্টের নাম। ওই আসন থেকে লড়ে রাজনৈতিক যাত্রা শুরু করতে চান তিনি, তা নিয়ে আগেই ইচ্ছাপ্রকাশ করেছেন রবার্ট। তাঁর দাবি, অমেঠী তাঁকে চায়। এ বার রবার্ট জানালেন, গোটা দেশ চায় তিনি যেন সক্রিয় রাজনীতিতে আসেন!

রবার্টের কথায়, অমেঠীর বর্তমান সাংসদ স্মৃতি ইরানি তাঁর প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ। তাই অমেঠী পরিবর্তন চাইছে। তিনি আরও বলেন, ‘‘সারা দেশ থেকে আওয়াজ আসছে। সকলে চান আমি সক্রিয় রাজনীতিতে আসি, কারণ আমি সব সময় দেশের মানুষের মধ্যেই ছিলাম। আমি ১৯৯৯ সাল থেকে অমেঠীতে প্রচার করছি।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

প্রিয়ঙ্কার স্বামী আরও দাবি করেন, দুই দফা নির্বাচনের পরে বলা চলে কংগ্রেস বিজেপির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। তাঁর কথায়, ‘‘মানুষ পরিবর্তন চান। তাঁরা বিজেপি থেকে পরিত্রাণ চান। বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহার করছে। ভারতের মানুষ গান্ধী পরিবারের সঙ্গে রয়েছেন, কারণ তাঁরা রাহুল এবং প্রিয়ঙ্কার কঠোর পরিশ্রম দেখছেন রোজ।’’

অমেঠী থেকে কংগ্রেস তাঁকে টিকিট দেবে কি না তা এখনও নিশ্চিত নয়, তবে রবার্ট বার বারই দাবি করে আসছেন, সেখানকার মানুষ চাইছেন এ বার ওই আসন থেকে তিনিই লড়ুন। তিনি বলেন, ‘‘অমেঠী চায় গান্ধী পরিবারের এক জন সদস্য এখানে আসুন। তাঁকে তাঁরা বিপুল পরিমাণ ভোটে জেতাবেন। সেখানকার বাসিন্দারা এটাও আশা করেন যে, আমি যদি রাজনীতিতে প্রথম পা রাখি কিংবা সাংসদ হওয়ার কথা ভাবি তা হলে যেন অমেঠী থেকেই লড়ি।’’

উল্লেখ্য, দিন দু’য়েক আগেই অমেঠীতে রবার্টের সমর্থনে কয়েকটি পোস্টার পড়েছিল। সেখানে লেখা ছিল, “অমেঠীর মানুষ রবার্টকেই চাইছেন।” কংগ্রেসের জন্য অমেঠী খুবই গুরুত্বপূর্ণ আসন। কংগ্রেসের শক্ত ঘাঁটি অমেঠীতে বরাবর গান্ধী পরিবারের কোনও না কোনও সদস্য প্রার্থী হয়েছেন এবং জিতেছেন। অতীতে এই আসন থেকে সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২০১৯ সাল পর্যন্ত এই কেন্দ্র থেকে কংগ্রেস জয় পেয়েছে। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাহুলের বিরুদ্ধে এই আসনে জয় পান বিজেপির স্মৃতি।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

অন্য বিষয়গুলি:

Robert Vadra Lok Sabha Election 2024 Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE