Advertisement
Back to
Presents
Associate Partners
Lok Sabha Election 2024

পারদ খানিক নিম্নমুখী, তবে রয়েছে অস্বস্তি, ভোটের হার কমার কারণ হবে গরম? দিল্লি নিয়ে চিন্তায় কমিশন

আবহাওয়া দফতরের পূর্বাভাস,দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। এই পরিস্থিতিতে শনিবার দিল্লিতে ভোটের হার কমবে কি না, তা নিয়ে চিন্তায় কমিশন।

ভোটের আগে দিল্লিতে শেষ মুহূর্তের প্রস্তুতি।

ভোটের আগে দিল্লিতে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ মে ২০২৪ ০৯:৪৫
Share: Save:

ষষ্ঠ দফায় রাজধানী দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। তবে ভোটের হার নিয়ে এখন থেকেই চিন্তিত নির্বাচন কমিশন। সৌজন্যে দিল্লির গরম। কয়েক দিন আগেই দেশের উষ্ণতম স্থান হয়ে উঠেছিল দিল্লি। পারদ ছুঁয়েছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে তার পর থেকে গত কয়েক দিনে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২.৫ ডিগ্রি কমেছে। কিন্তু বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি পায়নি দেশের রাজধানী।

বৃহস্পতিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আর্দ্রতার কারণে দিল্লিবাসীর মনে হয়েছে, তাপমাত্রা ছুঁয়েছে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস। অন্য দিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার ভোটের দিনে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা আবার কিছুটা বেড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। এই পরিস্থিতিতে দিল্লিতে ভোটের লাইনে কত জন দাঁড়াবেন, তা নিয়ে এখন থেকেই হিসাব শুরু করে দিয়েছেন কমিশনের কর্তারা। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটের কাজে নিযুক্ত কর্মীদের ওআরএস, গ্লুকোজ়ের প্যাকেট দেওয়া হচ্ছে। ভোটদাতাদের সুবিধার্থে প্রতিটি বুথে পানীয় জলের বন্দোবস্ত রাখা হচ্ছে।

গত লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রেই জিতেছিল বিজেপি। এ বারে পদ্মশিবিরকে রুখতে হাত মিলিয়েছে আম আদমি পার্টি (আপ) এবং কংগ্রেস। আপ লড়ছে চারটি আসনে আর কংগ্রেস তিনটি আসনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Heatwave Delhi Election Commission ECI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE