Advertisement
Back to
SUCI

প্রতিষ্ঠা দিবসে এসইউসি-র তোপ

এসইউসি এই বারে দেশে মোট ১৫১টি আসনে লড়ছে। জনসভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্যেরাও।

SUCI

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এসইউসি- র সভা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ০৯:১৬
Share: Save:

লোকসভা ভোটের আবহে বিজেপি, কংগ্রেসকে কার্যত এক পঙ্‌ক্তিতে বসিয়ে তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ তুলল এসইউসি। দলের ৭৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে জনসভা করল এসইউসি। সেখানেই শিবদাস ঘোষ কোন পরিস্থিতিতে এসইউসি তৈরি করেছিলেন, সেই ইতিহাস স্মরণ করিয়ে দেন দলের পলিটব্যুরো সদস্য সৌমেন বসু। সেই সঙ্গে বিজেপির শাসন সম্পর্কে একনায়কত্বের অভিযোগ করেছেন তিনি। তাঁর আরও অভিযোগ, “বিজেপি শোষিত মানুষকে বিভক্ত করতে সাম্প্রদায়িকতাকে কাজে লাগাচ্ছে। কংগ্রেসও একই সাম্প্রদায়িক রাজনীতির চর্চা করছে।” পাশাপাশি, দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। প্রসঙ্গত, এসইউসি এই বারে দেশে মোট ১৫১টি আসনে লড়ছে। জনসভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্যেরাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SUCI Lok Sabha Election 2024 West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE