Advertisement
Back to
Presents
Associate Partners
Lok Sabha Election 2024

ইদের সকাল মিলিয়ে দিল বাঁকুড়ার বাম ও তৃণমূল প্রার্থীকে, চলল শুভেচ্ছা বিনিময়, কটাক্ষ বিজেপির

বঙ্গ বিদ্যালয়ের মাঠে ইদের নমাজ শেষ হতেই সিপিএম এবং তৃণমূল প্রার্থী একে অপরের মুখোমুখি চলে আসেন। একে অপরকে জড়িয়ে ধরে উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।

ইদের সকালে আলিঙ্গনবদ্ধ বাম এবং তৃণমূল প্রার্থী।

ইদের সকালে আলিঙ্গনবদ্ধ বাম এবং তৃণমূল প্রার্থী। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ১৫:৫৩
Share: Save:

ইদের সকাল মিলিয়ে দিল বাঁকুড়া লোকসভার দুই প্রার্থীকে। বাম ও তৃণমূল প্রার্থীরা একে অপরের সঙ্গে অলিঙ্গনের পর শুভেচ্ছা বিনিময় করলেন। রাজনীতির ভরা বাজারে সৌজন্যের এই মোলাকাত মন জিতে নিল। যদিও তাঁদের কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত এবং তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। ভোটের লড়াইয়ে একে অপরকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে যুযুধান দুই শিবিরের দুই প্রার্থীকে মিলিয়ে দিল ইদের সকাল। সাতসকালেই দলের নেতা-কর্মীদের নিয়ে বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের মাঠে হাজির হয়েছিলেন বাঁকুড়ার বাম প্রার্থী নীলাঞ্জন। অন্য দিকে, প্রাক্তন তৃণমূল বিধায়ক শম্পা দরিপা ও বাঁকুড়ার পুরপ্রধান অলকা সেন মজুমদারকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপও। বঙ্গ বিদ্যালয়ের মাঠে ইদের নমাজ শেষ হতেই মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শুরু করেন দুই শিবিরের দুই প্রার্থী। মানুষকে শুভেচ্ছা জানাতে জানাতেই দুই প্রার্থী একে অপরের মুখোমুখি পড়ে যান। সঙ্গে সঙ্গে অরূপ হাত বাড়িয়ে দেন নীলাঞ্জনের দিকে। হাসিমুখে একে অপরকে আলিঙ্গন করেন। নিজেদের মধ্যে চলে শুভেচ্ছা বিনিময় পর্ব।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

পরে নীলাঞ্জন বলেন, ‘‘আমরা প্রতি বছরই ইদের নমাজে আসি। সেখানে মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া হয়। এ বার সেখানে তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তীও এসেছিলেন। আমরা পৃথক রাজনৈতিক দলের প্রার্থী হতে পারি, কিন্তু নিজেদের মধ্যে সৌজন্য বজায় থাকবে, এটাই স্বাভাবিক। আমরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। এর মধ্যে রাজনীতির গন্ধ নেই।’’

তৃণমূল প্রার্থী অরূপ বলেন, ‘‘এ বারই প্রথম নয়, প্রতি বছরই আমরা ইদের নমাজে হাজির থাকি। এ বার সেখানে বাম প্রার্থীকে দেখতে পেয়ে তাঁর সঙ্গেও গলা মেলালাম। নীলাঞ্জন এবং আমি, দু’জনেই পেশায় আইনজীবী। সেই সূত্রে আমরা সহকর্মীই। তা ছাড়া ‘ইন্ডিয়া’ জোটের বিষয় তো আছেই।’’

বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার অবশ্য বাম ও তৃণমূল প্রার্থীর ইদের শুভেচ্ছা বিনিময়কে কটাক্ষ করতে ছাড়েননি। সুভাষের বক্তব্য, ‘‘তৃণমূল ও সিপিএম এখন সংখ্যালঘুদের কাছে টানার নাটক করছে। সংখ্যালঘুরা সেই নাটক ধরে ফেলেছেন। মুমূর্ষু অবস্থা কাটিয়ে নিজেদের অস্তিত্ব ধরে রাখতে এখন তৃণমূল ও সিপিএম একে অপরকে অক্সিজেন দিচ্ছে!’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2024 TMC CPM BJP bankura
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE