Advertisement
Back to
Presents
Associate Partners
Lok Sabha Election 2024

যুদ্ধক্ষেত্রে লড়াই হবে, খেলা হবে, হাসি হবে, কান্না হবে, মাইন্ড করবেন না! দিলীপকে পরামর্শ জুনের

মেদিনীপুর কেন্দ্রে ২ লক্ষ ভোটে তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে পরাজিত করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘‘দম থাকলে জিতে দেখা।’’ প্রচারে বেরিয়ে তার পাল্টা দিলেন জুন।

(বাঁ দিকে) দিলীপ ঘোষ, জুন মালিয়া (ডান দিকে)।

(বাঁ দিকে) দিলীপ ঘোষ, জুন মালিয়া (ডান দিকে)। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৪ ১৮:১৫
Share: Save:

এখনও প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করেনি বিজেপি। মঙ্গলবার তৃণমূলের যুব নেতাকর্মীদের মুখে ‘চোর-চোর’ স্লোগান শুনে মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে ২ লক্ষ ভোটে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। পাশাপাশি, তারকা-বিধায়ক জুন রাজনীতির কিচ্ছু বোঝেন না বলে কটাক্ষও করেছেন। বুধবার প্রচার নিয়ে বৈঠকের পর তার পাল্টা জবাব দিলেন জুন। তাঁর বার্তা, ‘‘দিলীপদাকে বলব, ওটা নিয়ে ‘মাইন্ড’ করলে চলবে না। যুদ্ধক্ষেত্রে লড়াই হবে। খেলা হবে। হাসি হবে। কান্না হবে। রাগ হবে... সব কিছুই হবে।’’ দিলীপ কটাক্ষ করেছিলেন তৃণমূলের ‘বহিরাগত প্রার্থী’ নিয়ে। তাঁর দাবি, লোকসভা ভোটে প্রার্থী-না পেয়ে বিহার থেকে শত্রুঘ্ন সিন্‌হা, কীর্তি আজ়াদ এবং গুজরাত থেকে ইউসুফ পাঠানকে প্রার্থী করতে হয়েছে তৃণমূলকে। যার প্রেক্ষিতে মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর কটাক্ষ, ‘‘আমাদের তো প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। এ বার মিটিং-মিছিল সব কিছু হবে। আমি যদি কোথাও যাই, দেখা যাবে সেখানে হয়তো বিজেপির মিছিল বেরোছে। এগুলো সামান্য ব্যাপার। ‘রিয়্যাক্ট’ করার কিছু নেই। আমি অত ‘মাইন্ড’ করছি না। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সব জায়গায় যাতে স্বচ্ছ এবং অবাধ নির্বাচন হয়, সেটাই আমাদের লক্ষ্য।’’

মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের পঞ্চুর চক এলাকায় চায়ের দোকানে দলীয় কর্মীদের সঙ্গে বসে ‘জনসংযোগ’ করছিলেন দিলীপ। সেই সময়ে কলেজ ময়দান থেকে বাইক মিছিল বার হয় যুব তৃণমূলের বাইক মিছিল। পঞ্চুর চকে পৌঁছতেই উভয় পক্ষের স্লোগান জোরালো হয়। বাইক মিছিল থেকে দিলীপকে উদ্দেশ্য করে উড়ে আসে ‘চোর-চোর’ স্লোগান। এর পর আবার একই ঘটনা ঘটে ভাদুতলায়। তার প্রেক্ষিতে ভাদুতলার সভা থেকে তৃণমূলের উদ্দেশে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একাধিক কটাক্ষ করেন দিলীপ। তিনি জুন মালিয়া এবং তৃণমূল নেতৃত্বকে হুঁশিয়ারিও দেন। এ-ও বলেন, ‘‘দম থাকলে মেদিনীপুর জিতে দেখা।’’

বুধবার বৈঠক সেরে সাংবাদিক বৈঠক জুন বলেন, ‘‘দিলীপ ঘোষের কটাক্ষ বা মন্তব্যকে সিরিয়াস ভাবে নিচ্ছি না। মনে হয়, দিলীপদার একটা ক্ষোভ বা রাগ আছে ভিতরে ভিতরে। বিজেপির প্রথম প্রার্থিতালিকায় তাঁর নাম বার হয়নি। দ্বিতীয় তালিকা কবে যে বেরোবে...।’’ পাশাপাশি দিলীপের উদ্দেশে তৃণমূলের যুব নেতা-কর্মীদের স্লোগান দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জুন বলেন, ‘‘মেদিনীপুরে আবেগ আছে। এই শহর এবং এই বিধানসভা এলাকার লোকেরা তো একটু আবেগপ্রবণ।’’

আগামী ১৬ মার্চ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে আসছেন নারায়ণগড়ে। সেখান থেকেই প্রচার শুরু হবে। তৃণমূল সূত্রে খবর, তিনি জুনকে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে যেতে পারেন। জুন জানান, তাঁরা মানুষের সঙ্গে কথা বলবেন। ক্ষোভের কথাও জানবেন। তাঁর কথায়, ‘‘এত দিন ধরে মেদিনীপুর বিধানসভা এলাকাতেই কাজ করেছি। তাই বাকি ছ’টি বিধানসভা এলাকায় বেশি নজর দেব এ বার। এ জন্য বেলদা এলাকায় একটি বাড়িও ভাড়া নিয়েছি।’’ তৃণমূল প্রার্থী জানান, সেখান থেকে পূর্ব মেদিনীপুরের এগরা থেকে পশ্চিম মেদিনীপুরের দাঁতন, কেশিয়াড়ি, নারায়ণগড়, খড়্গপুর— সব জায়গাতেই প্রচারের সুবিধার কথা ভেবে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE