তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে কি ‘রাজনৈতিক ভাঙনে’র আশঙ্কা দেখা দিয়েছে? তাঁর ছোট ভাই স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক কিছু গতিবিধি নিয়ে এই গুঞ্জন দানা বেঁধেছে। শোনা যাচ্ছে, লোকসভা নির্বাচনে তৃণমূল তাঁকে প্রার্থী না করায় ‘ক্ষুব্ধ’ বাবুন দিল্লি চলে গিয়েছেন। এ দিকে উত্তরবঙ্গের সভা ও পদযাত্রার কর্মসূচি কাটছাঁট করে আজ, বুধবার দ্রুত শিলিগুড়ি থেকে কলকাতায় ফিরে আসবেন মমতা।
মঙ্গলবার দিল্লিতে স্বপনের সঙ্গে যোগাযোগ করে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি অন্য কোনও রাজনৈতিক দলে (বিজেপি) যোগ দেওয়ার কথা ভাবছেন, তাঁর জবাব, “এই প্রসঙ্গে এখনই কিছু বলতে চাই না। সময় হলেই সব বলব।”
সূত্রের খবর, কলকাতার লাগোয়া একটি কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হতে আগ্রহী ছিলেন মমতার ছোট ভাই। প্রার্থী তালিকা প্রকাশের পরই তাঁর দিল্লি চলে যাওয়া রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে তাই অর্থবহ। তিনি অবশ্য তাঁর আসার কারণ নিয়ে বলেন, “আমার অতি ঘনিষ্ঠ এক জনের চিকিৎসার কারণে দিল্লিতে এসেছি। বুধবার ওঁর অস্ত্রোপচার হবে।” তবে এই সফরে যে তিনি ভারতীয় অলিম্পিক সংস্থার প্রাক্তন সহ-সভাপতি নরেন্দ্র বাত্রার সঙ্গে ‘ব্যক্তিগত কারণে’ দেখা করবেন সে কথাও জানিয়েছেন। রাজনৈতিক মহলে বাত্রা বিজেপি ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত।
মমতার শিলিগুড়ি থেকে ফেরার কর্মসূচি বুধবারই নির্ধারিত ছিল। সে দিক থেকে তিনি সূচি মেনেই ফিরছেন। শুধু উত্তরকন্যার পাশের মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে ভাষণ এবং শিলিগুড়িতে ছোট একটি পদযাত্রার কর্মসূচি বাতিল করা হয়েছে বলে রাতে জানানো হয়। কেবল পরিষেবা প্রদানের অনুষ্ঠানটি হবে উত্তরকন্যায়, যেখানে মুখ্যমন্ত্রী আছেন। কাল সকাল সাড়ে ৯টায় শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)