নীল আলো, চতুর কাপুরুষ
আর কোন বন্ধু নেই তার-
রিপোর্টটা সাজানো হল
রক্ত মজ্জার কলঙ্ক
নির্লজ্জ এক ব্যভিচার।
তীব্র প্রতিবাদ- বিচার চাই
তার নতুন নাম- পার্ক স্ট্রিট
মোমবাতি মিছিলে
সাক্ষী থেকো- পার্ক স্ট্রিট।
কোনও রাজনৈতিক ভাষ্য নয়, এমনকী, ভোটের ঠিক মুখে প্রচারেরও কোনও প্রয়াস নয়। তুলি-কলমে পার্ক স্ট্রিটের সেই নির্যাতিতাকে মনে করলেন কংগ্রেস নেত্রী।কোনও রাজনৈতিক ভাষ্য নয়, এমনকী, ভোটের ঠিক মুখে প্রচারেরও কোনও প্রয়াস নয়। তুলি-কলমে পার্ক স্ট্রিটের সেই নির্যাতিতাকে মনে করলেন কংগ্রেস নেত্রী।
অঙ্কন: দীপা দাশমুন্সি
নীল আলো, চতুর কাপুরুষ
আর কোন বন্ধু নেই তার-
রিপোর্টটা সাজানো হল
রক্ত মজ্জার কলঙ্ক
নির্লজ্জ এক ব্যভিচার।
তীব্র প্রতিবাদ- বিচার চাই
তার নতুন নাম- পার্ক স্ট্রিট
মোমবাতি মিছিলে
সাক্ষী থেকো- পার্ক স্ট্রিট।
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy