Advertisement
০৯ মে ২০২৪

বনগাঁর পরে কাকদ্বীপ, সরলেন এসডিপিও

ভোটের আগে কাকদ্বীপের এসডিপিও অশেষ বিক্রম দস্তিদার এবং হারুউড পয়েন্ট উপকূল থানার ওসি সলিল মণ্ডলকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। নতুন এসডিপিও হয়েছেন সন্তোষ মণ্ডল এবং হারুউড পয়েন্ট থানার নতুন ওসি লিটন হালদার।

অশেষ বিক্রম দস্তিদার। সলিল মণ্ডল।

অশেষ বিক্রম দস্তিদার। সলিল মণ্ডল।

নিজস্ব সংবাদদাদাতা
কাকদ্বীপ শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৬ ০৩:০০
Share: Save:

ভোটের আগে কাকদ্বীপের এসডিপিও অশেষ বিক্রম দস্তিদার এবং হারুউড পয়েন্ট উপকূল থানার ওসি সলিল মণ্ডলকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। নতুন এসডিপিও হয়েছেন সন্তোষ মণ্ডল এবং হারুউড পয়েন্ট থানার নতুন ওসি লিটন হালদার।

জেলা প্রশাসন সূত্রে খবর, কাকদ্বীপের এসডিপিও এবং হারুউড পয়েন্ট উপকূল থানার ওসির বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছিল বিরোধীরা। স্থানীয় সূত্রের খবর, কাকদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি তাততে শুরু করে নেতাজি অঞ্চলের তৃণমূল নেতা আবুজার মোল্লা খুনের পর থেকে। ওই ঘটনায় কাকদ্বীপের জোট প্রার্থী কংগ্রেসের রফিকউদ্দিন মোল্লার নাম জড়ানোর পরেই বিরোধীরা কমিশনের কাছে হারুউড পয়েন্ট থানার পুলিশ এবং মহকুমা প্রশাসনের একাংশের বিরুদ্ধে শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ করে।

এরপরে তৃণমূল কর্মীদের হাতে মার খান দুই সিপিএম সমর্থক। বিরোধীদের অভিযোগ ছিল, সে সময়ে শাসকদলের বিরুদ্ধে করা মামলা লঘু করে দিয়েছিল হারুউড পয়েন্ট উপকূল থানার পুলিশ। প্রহৃত সিপিএম কর্মীর স্ত্রীর অভিযোগ নেওয়া হয়নি। এ ছাড়াও, থানার মধ্যে সরকারি কর্তাদের ঘেরাও করার ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন ওঠে।

বিরোধীদের আরও অভিযোগ ছিল, লালবাতি লাগানো সরকারি গাড়ি নিয়ে দলীয় বৈঠকে গিয়েছিলেন বিদায়ী মন্ত্রী মন্টুরাম পাখিরা। যদিও মন্টুরামবাবু সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। কিন্তু পুলিশ সে ক্ষেত্রে কোনও ব্যবস্থা নেয়নি। ঢোলাহাট অঞ্চলে শাসক দলের দুই প্রভাবশালী নেতার বিরুদ্ধে ধর্ষণ এবং তছরুপের অভিযোগ থাকা সত্ত্বেও তাঁরা প্রকাশ্যে ঘুরছেন বলে অভিযোগ। অথচ পুলিশ বারবারই জানিয়েছে, তাঁদের নাকি খুঁজে পাচ্ছে না। দিন কয়েক আগে কাকদ্বীপে গাড়ি তল্লাশির সময় ১৫ লক্ষ টাকা উদ্ধারের পরে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল।

নির্বাচন কমিশনের একটি সূত্রের খবর, বিরোধীদের তোলা অভিযোগই ওই দুই পুলিশ কর্তাকে সরানোর একমাত্র কারণ নয়। অন্য অনেক বিষয় পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assembly election 2016 SDPO
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE