Advertisement
০৭ মে ২০২৪

তৃণমূলকে দুর্নীতিতে বিঁধে প্রচারে অর্ধেন্দু

তৃণমূল সরকারের আমলে যে লাগামহীন দুর্নীতি চলছে, তা পশ্চিমবঙ্গে আগে কখনও হয়নি বলে মন্তব্য করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেন।

অম্বিকেশ মহাপাত্রের হয়ে প্রচারে অর্ধেন্দু সেন। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য।

অম্বিকেশ মহাপাত্রের হয়ে প্রচারে অর্ধেন্দু সেন। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৬ ০৩:২৯
Share: Save:

তৃণমূল সরকারের আমলে যে লাগামহীন দুর্নীতি চলছে, তা পশ্চিমবঙ্গে আগে কখনও হয়নি বলে মন্তব্য করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেন।

এ বারের ভোটে বিরোধী জোট প্রার্থীর হয়ে প্রথম বার প্রচারে নেমেই তৃণমূল সরকারের পরিবর্তনের জন্য বাম-কংগ্রেস জোটকেই বিকল্প বলে তুলে ধরলেন রাজ্যের এই প্রাক্তন আমলা।

বেহালা পূর্ব কেন্দ্রের জোটপ্রার্থী অম্বিকেশ মহাপাত্রের সমর্থনে শনিবার বেহালার রায়নগর মাঠে অর্ধেন্দুবাবু প্রশ্ন তুললেন, ‘‘প্রধানমন্ত্রীও রাজ্যে এসে দুর্নীতির প্রশ্নই তুলে ধরলেন। জবাবে মুখ্যমন্ত্রী অনেক কিছু বললেন। কিন্তু সবটাই রাজনৈতিক। দুর্নীতির অভিযোগের সঠিক জবাব কিন্তু মুখ্যমন্ত্রীর থেকে পাওয়া গেল না!’’ একের পর এক নির্বাচনে শাসক দলের ভোট বৃদ্ধি সত্ত্বেও কেন রাজ্যে দুর্নীতি কমছে না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রাক্তন এই আমলা।

অম্বিকেশবাবুর মতো প্রতিবাদীর পাশে দাঁড়াতেই তিনি যে প্রচারে নেমেছেন, সে কথা স্পষ্ট জানিয়েই তৃণমূল সরকারকে বদলের আহ্বান জানান অর্ধেন্দুবাবু। উড়াল সেতু ভেঙে পড়ার প্রসঙ্গ টেনে তাঁর কটাক্ষ, ‘‘দুর্নীতি থাকলে নকশায় গোলমাল থাকবেই। চুন, সুড়কির সমস্যা থাকবেই। ফলে চাপ ঠিকমতো জায়গায় দেওয়া গেলে দেখবেন হুড়মুড়িয়ে সব পড়ে গিয়েছে।’’ সারদা-নারদ-দুর্নীতির সঙ্গে বিবেকানন্দ উড়ালপুল বিপর্যয়কে বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে প্রত্যাশিতভাবেই প্রচারে হাতিয়ার করছে। উড়ালপুল নির্মাণকারী সংস্থা কালো তালিকাভুক্ত জেনেও কেন তৃণমূল সরকার তার সঙ্গে চুক্তি বাতিল করেনি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্ধেন্দুবাবু। তৃণমূলকে বিঁধে অর্ধেন্দুবাবুরও তির্যক মন্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী বাম আমলের উপর দোষ চাপালেন। তা হলে টিভিতে বালি-সিমেন্টের যে বস্তাগুলি দেখাচ্ছে, সেগুলিও কি বাম আমলের? এ আমলের শুধু কি রজত বক্সী? তা হলে অন্তত তাঁর দায়টা নিন!’’

দিল্লিবাসী অর্ধেন্দুবাবু রাজ্যে তৃণমূল-বিরোধী প্রচারে এলেও বাম-কংগ্রেসের রাজনৈতিক বিন্যাস নিয়ে নিঃসংশয় নন। সিপিএম বা কংগ্রেস সম্পর্কে রাজ্যের অভিজ্ঞতা যে স্বস্তিদায়ক নয়, তা ব্যাখ্যা করতেই তিনি বলেন, ‘‘এদের (তৃণমূল) সরিয়ে কাকে আনব? সেই সিপিএম আর কংগ্রেস! তবে জোট যখন হয়েছে, ভাবতে হবে সেই সিপিএম বা কংগ্রেস আর নেই। দু’জনেরই বড় রকমের বদল হয়েছে।’’ তবে আগামী দিনে জোট ক্ষমতাসীন হলেও প্রয়োজনে তাদের বিরোধিতা করতেও তিনি যে কুণ্ঠিত

হবেন না, তা-ও স্পষ্ট করে দেন।

আজ, রবিবার রায়দিঘিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং জোট প্রার্থী সিপিএমের কান্তি গঙ্গোপাধ্যায়ের সমর্থনে সভায় যাবেন বলে জানান অর্ধেন্দুবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ardhendu sen assembly election 2016 campaign
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE