Advertisement
০২ এপ্রিল ২০২৩

নির্বাচন নিয়ে এত অভিযোগ! উদ্বিগ্ন জৈদীর ফোন সুনীলকে

প্রবাদ আছে, সকালই বলে দেয়, দিনটা কেমন যাবে। আর সকালের দেখানো সেই পথেই গোটা দিন এগোল। সকাল ১০টায় যা ছিল ৫৭৩, সেই সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে দুপুর ৩টে পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে ১৪৬০টি অভিযোগ জমা পড়েছে। এত অভিযোগ জমা পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন মুখ্য নির্বাচন কমিশনার নসীম জৈদী। দিল্লি থেকে তিনি ফোন করে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সুনীল গুপ্তের সঙ্গে কথা বলেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৬ ১৪:৪৮
Share: Save:

প্রবাদ আছে, সকালই বলে দেয়, দিনটা কেমন যাবে। আর সকালের দেখানো সেই পথেই গোটা দিন এগোল। সকাল ১০টায় যা ছিল ৫৭৩, সেই সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে দুপুর ৩টে পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে ১৪৬০টি অভিযোগ জমা পড়েছে। এত অভিযোগ জমা পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন মুখ্য নির্বাচন কমিশনার নসীম জৈদী। দিল্লি থেকে তিনি ফোন করে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সুনীল গুপ্তের সঙ্গে কথা বলেন।

Advertisement

প্রথম পর্বের দ্বিতীয় দফায় রাজ্যের ৩১টি বিধানসভা আসনে ভোট শুরু হয়েছে সোমবার সকাল ৭টায়। তিন ঘণ্টাও পেরোতে পারেনি, ৫৭৩টি অভিযোগ জমা পড়ে কমিশনের কাছে। সকাল ১০টার মধ্যে এত অভিযোগ জমা পড়ায় নড়েচড়ে বসে কমিশন। এর পরে বেলা যত গড়িয়েছে, কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে পাহাড় প্রমাণ। অথচ, গত সোমবার রাজ্যে প্রথম দফা ভোটের প্রথম পর্যায়ে গোটা দিনে কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছিল মোট ৫৩১টি। এ দিন প্রথম তিন ঘণ্টায় সেই সংখ্যা ছাড়িয়ে যায়।

সকাল থেকে লাফিয়ে লাফিয়ে বেড়েছে অভিযোগের সংখ্যা। সকাল ১০টায় যা ছিল ৫৭৩, এক ঘণ্টা পরে, অর্থাত্ ১১টায় সেই সংখ্যা ৮৬০-এ গিয়ে দাঁড়ায়। এরও দু’ঘণ্টা পর সেটা ১১৫০ ছাড়িয়ে যায়। দুপুর ৩টের সময় সেটাই গিয়ে দাঁড়ায় ১৮৬০-এ। এর পরেই রাজ্য নির্বাচনী আধিকারিককে ফোন করেন মুখ্য নির্বাচন কমিশনার। পরিস্থিতি সম্পর্কে সুনীলবাবুর কাছে জানতে চান জৈদী। কেন্দ্রীয় বাহিনী ঠিকমতো কাজ করছে কি না এবং কেন এত অভিযোগ আসছে, তারও ব্যাখ্যা চান তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.