ভাঙা শহিদ বেদি। এখানে ওখানে পড়ে রয়েছে পুড়ে যাওয়া দলীয় পতাকা। ফ্রেম থেকে ঝুলছে জানলার কপাট। সকাল হতেই এই ছবি ধরা পড়ল ব্যান্ডেলের কাজিডাঙায়।
সোমবার রাতের অন্ধকারে কে বা কারা সিপিএমের লোকাল কমিটির কার্যালয়ে ভাঙচুর চালিয়ে গেছে। রাতে কেউ সেখানে ছিল না। সকালে হাঁটতে বেরিয়ে পার্টি অফিসের এই দশা দেখতে পান অনেকে। খবর যায় স্থানীয় সিপিএমের নেতৃত্ব কাছে। ঘটনাস্থলে হাজির হন বামপন্থী নেতৃত্ব। চুঁচুড়ার ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রণব ঘোষ বলেন, ‘পার্টি দরজায় তালা দেওয়া না থাকলে অফিসের বাইরে যে ভাবে ভাঙচুর চালানো হয়েছে, সেই ভাবে ভিতরেও ভাঙচুর চালাত দুষ্কৃতীরা।’
সিপিএমের লোকাল কমিটির প্রাক্তন সম্পাদক মলয় সরকার এই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে মনে করছেন। থানায় অভিযোগ জানানো হয়েছে। ভাঙচুরের প্রতিবাদে মঙ্গলবার বিকেল চারটে থেকে বামফ্রন্টের তরফে প্রতিবাদ মিছিল করা হয় বলেও জানিয়েছেন স্থানীয় নেতৃত্ব।