Advertisement
E-Paper

বুথে ঢুকে অফিসারকে শাসানি! লকেটের বিরুদ্ধে কমিশনের এফআইআর

বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে ধমক আর শাসানির ঘটনায় লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল নির্বাচন কমিশন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৬ ১৭:৫৬
রবিবার সেই রণং দেহি মুহূর্তে লকেট। —নিজস্ব চিত্র।

রবিবার সেই রণং দেহি মুহূর্তে লকেট। —নিজস্ব চিত্র।

বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে ধমক আর শাসানির ঘটনায় লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল নির্বাচন কমিশন।

রিগিংয়ের অভিযোগ পেয়ে কাল দুপুর পৌনে ১টা নাগাদ প্রচণ্ডপুর বিএসএম হাইস্কুলে পৌঁছন ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থী। ভোটকেন্দ্রে ঢুকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে বলেন, ‘‘৩০ নম্বর বুথে রিগিং হল, আপনারা কী করছিলেন?’
উত্তর না পেয়ে সটান প্রিসাইডিং অফিসার দেবজিৎ চট্টোপাধ্যায়ের সামনে গিয়ে প্রশ্ন, ‘‘রিগিং হয়েছে কি হয়নি বলুন?’’ অফিসার অস্বীকার করতেই অগ্নিশর্মা হয়ে ওঠেন লকেট। টেবিল চাপড়ে বলেন, ‘‘হোয়াটসঅ্যাপে আমার কাছে ছবি এসেছে। এটা নির্বাচন কমিশনকে দেব।’’ তার পরেই তাঁর তোপ, ‘‘তৃণমূলের থেকে টাকা নিয়ে ভোট করাচ্ছেন? আর কত দিন করবেন? সারা জীবন চলবে তো?’’ এই ঘটনা নিয়ে কমিশন রিপোর্ট চাইলেও লকেট তা গুরুত্ব দিতে নারাজ। পরে বলেন, ‘‘এক বার নয়, দরকার হলে হাজার বার বলব।’’

আরও পড়ুন:

রিগিং করাচ্ছেন! লকেটের তোপে অফিসার

গতকালই এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। আজ বীরভূমের ময়ূরেশ্বর থানায় লকেটের বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর।

Assembly Election 2016 Locket Chatterjee Threatening Presiding Officer FIR Lodged
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy