Advertisement
২৫ এপ্রিল ২০২৪

চুনাখালিতে মোতায়েন হবে বাড়তি বাহিনী

গোসাবা বিধানসভার অন্তর্গত চূনাখালিতে অবাধ ও নির্বিঘ্নে ভোট করতে একজন পুলিশ-পর্যবেক্ষক নিযুক্ত করবে নির্বাচন কমিশন। এ ছাড়া, ওই এলাকায় ৩০ এপ্রিল ভোটের আগে আরও বেশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হবে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৬ ০১:৫৩
Share: Save:

গোসাবা বিধানসভার অন্তর্গত চূনাখালিতে অবাধ ও নির্বিঘ্নে ভোট করতে একজন পুলিশ-পর্যবেক্ষক নিযুক্ত করবে নির্বাচন কমিশন। এ ছাড়া, ওই এলাকায় ৩০ এপ্রিল ভোটের আগে আরও বেশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হবে।

চুনাখালিতে অবাধ ও নির্বিঘ্নে ভোট করার ব্যাপারে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে একটি মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার মামলার আবেদনকারীদের আইনজীবী সুপ্রিম বসু ও দেবজ্যোতি দেব জানান, ওই এলাকায় অবাধ ও নির্বিঘ্নে ভোট করতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে ও কী নেওয়া হবে, সে ব্যাপারে গত ২২ এপ্রিল হাইকোর্ট কমিশনকে একটি রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের নির্দেশে এ দিন সেই রিপোর্টের একটি কপি তাঁদের হাতে তুলে দেন কমিশনের আইনজীবী।

গত ২২ এপ্রিল প্রধান বিচারপতি অনুপস্থিত থাকায় বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। বিচারপতি বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, অবাধ ও নির্বিঘ্নে ভোট করতে কমিশন কী ব্যবস্থা নিয়েছে এবং নেবে তা নিয়ে একটি রিপোর্ট প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দাখিল করতে।

এ দিন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চে মামলাটির প্রসঙ্গ উত্থাপন করেন আইনজীবী সুপ্রিয় বসু ও দেবজ্যোতি দেব। নির্বাচন কমিশনের আইনজীবী দীপায়ন চৌধুরী আদালতে জানান, সেই রিপোর্ট তৈরি। তা শুনে প্রধান বিচারপতি কমিশনের আইনজীবীকে নির্দেশ দেন, ওই রিপোর্টের একটি কপি মামলার আবেদনকারীর আইনজীবীকে পেশ করতে।

কমিশনের আইনজীবী আদালতে জানান, রিপোর্টটি তাঁরা গোপন রাখতে চান। তা জেনে প্রধান বিচারপতি বলেন, ‘‘এতে গোপনীয়তার কী রয়েছে? আপনি রিপোর্টের আবেদনকারীর আইনজীবীদের কপি দিয়ে দিন। আগামী ২৯ এপ্রিল এই মামলার শুনানি হবে।’’ কমিশন সূত্রের খবর, ওই দিন আদালতে ওই রিপোর্ট পেশ করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Force Chunakhali Deployed assembly election 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE