কখনও কাঁটায় কাঁটায় টক্কর দিয়ে আসন ছিনিয়ে নিয়েছে বামফ্রন্ট। তো লোকসভা ভোটে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে গেরুয়া শিবির। পূর্ব মেদিনীপুর তথা ‘অধিকারীদের গড়ে’ তমলুক বিধানসভায় গত কয়েক বছরে কিছুটা হলেও নড়েছে জোড়াফুলের সিংহাসন। আর তা দেখেই আসন্ন বিধানসভা ভোটে গেরুয়া শিবিরের দিকেই পাল্লা ভারী বলে মনে করছে রাজনৈতিক মহল।
পাঁচ বছর আগে বিধানসভার ভোটে রাজ্য জুড়ে ছিল তৃণমূলের জয়জয়কার। কিন্তু যে জেলা থেকে রাজ্য জুড়ে তৃণমূলের উত্থান বলে দাবি করা হয়, সেই পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভায় তৃণমূলের হেভিওয়েট নেতা নির্বেদ রায়কে হারিয়ে বাম শরিক সিপিআই প্রার্থী অশোক দিন্দার জয় রাজনৈতিকমহলে আলোড়ন ফেলেছিল। তমলুক বিধানসভায় ৫২০ ভোটের ব্যবধানে জয় হয়। তৃণমূলের শক্তঘাটি তমলুকে পরাজয়ের কারণ হিসেবে উঠে আসে শহিদ মাতঙ্গিনী ব্লকে শাসকদলের তীব্র গোষ্ঠী কোন্দল।
গত লোকসভা ভোটে তমলুক কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়েছিলেন তৃণমূল নেতা তথা অধিকারী পরিবারের সদস্য দিব্যেন্দু অধিকারী। তিনি জয়ী হলেও তাঁকে সমানে টক্কর দিয়েছেন বিজেপির প্রার্থী সিদ্ধার্থ নস্কর। বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা শহিদ মাতঙ্গিনী ব্লকে বিজেপির চেয়ে তৃণমূল এগিয়েছিল প্রায় পাঁচ হাজার ভোটে। আবার তমলুক ব্লকের চারটি পঞ্চায়েত এলাকায় তৃণমূল পিছিয়ে ছিল প্রায় এক হাজার ভোটে।