Advertisement
২৮ মে ২০২৪

রাজ্যের দুঃখ দেখেননি, তাই কমিশনকে দেখে নিতে চান দিদি: মোদী

নদিয়ার কৃষ্ণনগরে নির্বাচনী জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৬ ১৫:২৬
Share: Save:

নদিয়ার কৃষ্ণনগরে নির্বাচনী জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে।

• এখানে আমাদের জয়ী করুন। বাংলাকে বদলে দেব।

• বিজেপি যে সব রাজ্যে পাঁচ বছরও ক্ষমতায় থেকেছে, সেই রাজ্যও উন্নতির পথে ছুটতে শুরু করেছে।

• এত দিন বাংলাকে চালিয়েছে কমিউনিস্টরা। আর চালিয়েছে দু’রকমের কংগ্রেস। এরা সবাই মিলেই পশ্চিমবঙ্গকে এই জায়গায় নিয়ে এসেছে।

• কেরলে কমিউনিস্টরা বলছেন কংগ্রেসের চেয়ে খারাপ কিছু নেই। আর বাংলায় হাতে হাত ধরে চলছে। মানুষকে বোকা মনে করছেন ওঁরা।

• বাম-কংগ্রেস জোটকে কটাক্ষ মোদীর।

• শিক্ষা, স্বাস্থ্য আর কর্মসংস্থানের ক্ষেত্রে রাজ্যের ভোল বদলে দেব।

• কংগ্রেস দীর্ঘ দিন কেন্দ্রীয় সরকারে থেকেও কিছু করেনি।

• বাংলা-সহ পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের উন্নতি না হলে দেশের সার্বিক উন্নতি হবে না।

• বাংলার উন্নতির জন্য আমার তিনটে এজেন্ডা— ১) বিকাশ, ২) দ্রুত বিকাশ, ৩) চারিদিকে বিকাশ

• সিন্ডিকেট সংস্কৃতি বানিয়েছে তৃণমূল। বিবেকানন্দ সেতু সেই সংস্কৃতির জ্বলন্ত প্রমাণ।

• সারদা থেকে শুরু করে নারদ ইস্যুতে ফের তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন নরেন্দ্র মোদী।

• প্রশাসনের অপব্যবহারের জন্য সরতে হয়েছিল ইন্দিরা গাঁধীকেও। এটা ভুলে যাবেন না।

• মমতাকে নির্বাচন কমিশন শোকজ করল, উত্তর মুখ্য সচিব কেন দিলেন? এটা বিধিভঙ্গ।

• মমতা বলছেন ১৯ মে’র পর নির্বাচন কমিশনকে দেখে নেব। গত পাঁচ বছরে যদি রাজ্যের মানুষের দুঃখ দেখতেন, তা হলে ১৯ তারিখের পর কমিশনকে দেখে নেওয়ার কথা বলতে হত না।

• আসলে গণতন্ত্রের প্রতি মমতা দিদির কোনও আস্থা নেই।

• সারা পৃথিবীতে ভারতের নির্বাচন কমিশনের একটা মর্যাদা আছে। সব দলের উচিত কমিশনকে শ্রদ্ধা করা।

• ভোটের আগেই হেরে বসে আছেন মমতা। তিনি আর তাঁর দল এখন আর নির্বাচন লড়ছে না। লড়ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে।

• বাংলার অক্সফোর্ড ছিল এই জায়গা। কী ছিল, কী হয়ে গেল!

• কৃষ্ণনগরে এসেই সরভাজা, সরপুরিয়ার কথা মনে পড়ে।

• আমার প্রিয় ভাই ও বোনেরা, শুভ নববর্ষ। আপনাদের ভালবাসা দেখে খুব ভাল লাগে। আপনারা সবাই কেমন আছেন? বাংলায় ভাষণ শুরু করলেন মোদী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assembly election 2016 Narendra Modi Krishnanagar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE