Advertisement
E-Paper

কালীঘাটে হাজির ২১১ বিধায়ক, শপথের প্রস্তুতি নিয়ে বৈঠকে মমতা

ঐতিহাসিক জয়ের পর নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টায় মমতার কালীঘাটের বাড়িতেই বৈঠক। শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে বৈঠকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০১৬ ১২:৪৭

ঐতিহাসিক জয়ের পর নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টায় মমতার কালীঘাটের বাড়িতেই বৈঠক। শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে বৈঠকে।

৩০, বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট ঘিরে শুক্রবার সকাল থেকেই উৎসবের মেজাজ। প্রথমত, তৃণমূল একা লড়েই ২১১ আসনে জয় ছিনিয়ে এনেছে। দ্বিতীয়ত, ১৯৬৭ সালের পর এই প্রথম কোনও শাসক দল এ রাজ্যে একা লড়েছে নির্বাচনে। তা সত্ত্বেও এত বড় সাফল্য। ইতিহাস গড়েছেন মমতা। সেই ইতিহিসের ভরকেন্দ্র কালীঘাটে তাই অকাল হোলিতে এখনও ছেদ পড়েনি। বৃহস্পতিবার দপুর থেকে শুরু হওয়া সবুজ আবিরের ঝড় এখনও চলছে।

সকাল ১১টার পর থেকেই তৃণমূল বিধায়করা একে একে পৌঁছতে শুরু করেছেন কালীঘাটে। ১টা নাগাদ দলনেত্রী তাঁদের সকলকে নিয়ে বৈঠকে বসবেন। বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ২৭ মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। সেই বিষয়েই মূলত আলোচনা হবে আজকের বৈঠকে। অন্যান্য বারের মতো রাজভবনে এ বার শপথ নেবে না নতুন মন্ত্রিসভা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, রেড রোডে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজ ভবনে শপথ অনুষ্ঠান হলে, সাড়ে তিন হাজারের বেশি অতিথিকে সেখানে জায়গা দেওয়া যায় না। রেড রোডে অনেক বেশি মানুষের সমারোহে এ বার নিজের ঐতিহাসিক জয়ের উদয়াপন চান তৃণমূলনেত্রী। রেড রোডে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের রূপরেখা কেমন হবে, প্রস্তুতি পর্বের দেখভাল কারা করবেন, সে সবই আলোচনা হওয়ার কথা আজকের বৈঠকে।

Assembly Election 2016 Mamata Banerjee Residence Kalighat MLAs Reach Out
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy