Advertisement
১৯ এপ্রিল ২০২৪
জেলা জুড়ে অশান্তি চলছেই

বাড়িতে বোমা-গুলি, ভাঙচুর কার্যালয়ে

ফল বেরনোর পরেই শান্তি রক্ষার আবেদন জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু বার্তা সার। বৃহস্পতিবার বিকেল থেকেই শুরু হয়ে গিয়েছিল অশান্তি। শনিবারও শাসকদলের হামলার মুখে পড়ার অভিযোগ উঠল জেলার নানা প্রান্তে। শুধু বিরোধীরা নয়, দলের একাংশের হাতে তৃণমূলের লোকজনও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ।

জামুড়িয়ার শ্রীপুরে তছনছ সিপিএম অফিস।

জামুড়িয়ার শ্রীপুরে তছনছ সিপিএম অফিস।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ মে ২০১৬ ০২:৩৮
Share: Save:

ফল বেরনোর পরেই শান্তি রক্ষার আবেদন জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু বার্তা সার। বৃহস্পতিবার বিকেল থেকেই শুরু হয়ে গিয়েছিল অশান্তি। শনিবারও শাসকদলের হামলার মুখে পড়ার অভিযোগ উঠল জেলার নানা প্রান্তে। শুধু বিরোধীরা নয়, দলের একাংশের হাতে তৃণমূলের লোকজনও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ।

শুক্রবার রাত থেকেই শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় বোমা, বন্দুক নিয়ে বিরোধীদের উপরে চড়াও হওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের অভিযোগ, শনিবার সকালে জামুড়িয়ার বালানপুর এলাকায় তাদের দলের ৩ জন কর্মী তৃণমূলের ছোড়া বোমার ঘায়ে জখম হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাকেশ বাউরি, সুবর্ণ বাউরি ও বিনোদ বাউরি নামে ওই তিন জন সিপিএম কর্মীকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ভোটের ফল প্রকাশের দিন থেকেই গোলমালের সূত্রপাত। সিপিএমের দাবি, শুক্রবার হামলার চেষ্টা হলে গ্রামের লোকজনই তার প্রতিরোধ করেন। তার পরে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়।

বাসিন্দাদের অভিযোগ, শনিবার পুলিশের সামনেই উত্তর বাউরিপাড়ার এক বাসিন্দার পথ আটকায় তৃণমূলের কয়েক জন কর্মী। হাসপাতালের বেডে শুয়ে রাকেশবাবুর বাউরি বলেন, “পাড়ার এক জনের রাস্তা আটকানো হলে পাল্টা প্রতিরোধ করি। তখনই আচামকা বোমা এসে পড়ে।’’ সুবর্ণবাবুদের দাবি, শাসকদলের হুমকির জেরে পাড়ার অধিকাংশ মহিলাই গ্রাম ছাড়তে বাধ্য হয়েছেন। ওই রাতেই অন্ডালের দক্ষিণখণ্ড গ্রামের বাসিন্দা ভক্ত বাদ্যকর নামে এক সিপিএম কর্মীর বাড়িতে ভাঙচুর চলে। বিরোধী দলের নেতা, কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুর্গাপুরের ৫৪ ফুট, বেনাচিতি ইত্যাদি এলাকাতেও। তৃণমূলের আসানসোল জেলা সভাপতি ভি শিবদাসনের দাবি, ‘‘পুলিশকে সব ক্ষেত্রেই নিরপেক্ষ ভূমিকা পালন করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। সবকিছুই প্রশাসনকে জানানো হয়েছে।’’

গত কয়েক দিনের মতো বিরোধীদের বিভিন্ন কার্যালয়ে ভাঙচুরেরও ঘটনাও ঘটেছে। সব ক্ষেত্রেই অভিযুক্ত তৃণমূল। দুর্গাপুরের ১৭ নম্বর ওয়ার্ডের উত্তরপল্লি সিপিএম অফিস, বুদবুদের মানকরে কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। যদিও সব ক্ষেত্রেই হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

সিপিএম কর্মীর গাড়ি ভাঙচুর। নিজস্ব চিত্র।

ফল প্রকাশের পরেই অন্ডালে মাথাচাড়া দিয়েছে তৃণমূলের কোন্দল। তৃণমূলের অন্ডালের শীতলপুর কোলিয়ারি অঞ্চল কমিটির সম্পাদক আনন্দ সিংহ জানান, শুক্রবার সন্ধ্যায় এলাকায় বিজয়োল্লাস চলছিল। তাঁর বাবা বিনোদবাবু রাস্তায় দাঁড়িয়েছিলেন। আচমকা লক্ষ্মী পাসী, সূরয চৌহান, রাহুল নুনিয়া, রবিন ঘোষাল ও বচ্চন তুড়ি নামে ৫ জন তৃণমূল কর্মী বিনোদবাবুর উপরে চড়াও হন বলে অভিযোগ। রাত দেড়়টা নাগাদ ওই পাঁচ জন ফের বাড়ির সামনে এসে চিৎকার জোড়ে বলে অভিযোগ আনন্দবাবুর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকা গুলির শব্দ শোনা যায়। সিংহ বাড়ির সদস্যরা জানান, দু’টি গুলিই বাড়ির দরজায় লেগেছে। পরে ওই পাঁচ জনের নামে অন্ডাল থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তেরা সকলেই তৃণমূলের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুগামী বলে এলাকায় পরিচিত। আনন্দবাবুর অভিযোগ, ‘‘ওদের গোষ্ঠীর হয়ে কাজ করি না। এই অপরাধেই হামলা চালানো হয়েছে।’’ যদিও নরেন্দ্রনাথবাবুর দাবি, ‘‘আমরা চাই পুলিশ নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক। দলে গোষ্ঠীকোন্দল নেই। আমরা সবাই দলের লোক।’’

শাসক দলের গোষ্ঠীকোন্দলের খবর মিলেছে মন্তেশ্বরেও। মন্তেশ্বরের কুসুমগ্রাম এলাকার কয়েক জন তৃণমূল কর্মীর অভিযোগ, দলেরই কয়েকজন বাড়িতে ভাঙচুর চালিয়েছে। এ ছাড়া বিরোধীদের উপরে হামলার খবর মিলেছে কালনা ১ ও ২ ব্লক থেকও। সিপিএমের কালনা জোনাল কমিটির সম্পাদক সুকুলচন্দ্র শিকদার অভিযোগ করেন, ‘‘আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। দখল নেওয়া হচ্ছে আমাদের কার্যালয়।’’

কেতুগ্রামে আরনা গ্রামে হিরণ শেখ নামে এক সিপিএম সমর্খককে প্রথমে হুমকি, পরে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে ক্ষোভ স্থানীয় সিপিএম কর্মীদের।

যাবতীয় অভিযোগ অস্বীকার করে তৃণমূলের বর্ধমান জেলার (গ্রামীণ) সভাপতি স্বপন দেবনাথ যদিও বলেছেন, ‘‘নেত্রী সাংস্কৃতিক অনুষ্ঠান করে মানুষকে ধন্যবাদ জানাতে বলেছেন। তার বাইরে হামলা, মারধর হলে দল জড়িত থাকবে না। পুলিশ পুলিশের কাজ করবে। সে কথা পুলিশকে জানানোও হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assembly election 2016 TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE