প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে নিয়ে সিঙ্গুরে বিজেপির অন্দরের টানাপড়েন মিটল।
রবিবার রাতে রবীন্দ্রনাথবাবু সিঙ্গুরের বুড়োশান্তি মাঠের কাছে দলীয় কার্যালয়ে গিয়ে ‘বিদ্রোহী’ নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। তারপরেই জট কাটে বলে তাঁর দাবি। রবীন্দ্রনাথবাবু বলেন, ‘‘এতদিন যা হয়েছে তা অতীত। সোমবার থেকেই আমরা সকলে একযোগে প্রচারে নামছি। আমরা সিঙ্গুরে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে বিজেপিকে জিতিয়ে আনব।’’
‘বিদ্রোহী’দের পক্ষে সিঙ্গুরের বিজেপি আহ্বায়ক সৌরেন পাত্র বলেন, সাময়িক একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। মাস্টারমশাইয়ের সঙ্গে বসে সব মিটে গিয়েছে।’’ বিজেপির জেলা (সদর) সাংগঠনিক সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা সৌরেনবাবুকে দায়িত্ব দিয়েছিলাম সব পক্ষের সঙ্গে বসে সমঝোতা করতে। মাস্টারমশাইও ছিলেন। সোমবার সব পক্ষকে নিয়ে মিছিল করে চন্দননগরে মহকুমাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেবেন রবীন্দ্রনাথবাবু।’’