Advertisement
২৫ এপ্রিল ২০২৪
burnpur

Bengal Polls: বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালনার অভিযোগ বার্নপুরে

বিজেপি-র যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি দিগ্বিজয় সিংহের অভিযোগ, তাঁর বাড়ি লক্ষ্য করে মঙ্গলবার রাত ১টা নাগাদ ৮-১০ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।

ঘটনাস্থলে পুলিশ।

ঘটনাস্থলে পুলিশ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বার্নপুর শেষ আপডেট: ২৪ মার্চ ২০২১ ০৮:৫০
Share: Save:

পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরের রাঙাপাড়ায় বিজেপি নেতার বাড়ি গুলি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি-র যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি দিগ্বিজয় সিংহের অভিযোগ, তাঁর বাড়ি লক্ষ্য করে মঙ্গলবার রাত ১টা নাগাদ ৮-১০ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও দুষ্কৃতীদের গুলি ওই নেতার বাড়ির দেওয়াল বা দরজায় লাগেনি। তবে বিজেপি নেতৃত্বের বক্তব্য ভোটের আগে ভয় দেখানোর জন্যই চালানো হয়েছে গুলি। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে হিরাপুর থানার পুলিশ।

বুধবার ওই এলাকায় নির্বাচনী প্রচারে আসবেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। দিগ্বিজয়ের বাড়িতেই খাবার খেয়ে প্রচারে যাওয়ার কথা তাঁর। তার আগে ভয় দেখানোর জন্যই গুলি চালনা বলে দাবি করছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। দিগ্বিজয়ের দাবি, “এই এলাকায় লোহা এবং কয়লা মাফিয়াদের বসবাস। বার্নপুরের অনেক জায়গাতেই এর আগে গুলি-বোমা চলেছে। এখানে সুষ্ঠভাবে নির্বাচন করতে হলে পুলিশের আরও সতর্ক থাকা উচিত।’’

অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন হিরাপুর থানার দায়িত্বে থাকা অফিসার রাহুলদেব মণ্ডল। তিনি স্থানীয়দের সঙ্গে কথাও বলেন। তবে ঘটনাস্থলে একটিও গুলির খোল পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। পাড়ার লোকেরাও গুলি চলার শব্দ পাননি বলে জানিয়েছে পুলিশ। তবে বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।

এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি লক্ষ্মণ ঠাকুর বলেছেন, ‘‘এ রকম ঘটনা হল কিন্তু পাড়া-প্রতিবেশী কেউই টের পেল না! পুলিশ তদন্ত করে দেখছে।’’ দিগ্বিজয়ের দাবি, ‘‘মাফিয়াদের ভয়ে পাড়া-প্রতিবেশীরা গুলি চলার আওয়াজ শুনতে পেলেও ভয়ে মুখ বন্ধ করে থাকছেন।’’

নির্বাচনী প্রচারে এসে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বার্নপুর রাঙাপাড়ায় দিগ্বিজয়ের বাড়িতে এসেছিলেন। তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন, ‘‘বিজেপি-কে ভয় দেখাতে চাইছে। বিজেপি ভয় পাবে না। সব মাফিয়ারা ৩ মে থেকে জেলে থাকবে।’’ জেলাশাসক এবং পুলিশ কমিশনারের উদ্দেশে সতর্কবার্তাও দিয়েছেন তিনি। বলেছেন, ‘‘তাঁরা যদি তৃণমূলের হয়ে কাজ করেন। তাহলে পরে সমস্যায় পড়বেন। কারণ, সরকারের আসা যাওয়া লেগে থাকে। কিন্তু তাঁদের কাজ করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP leader burnpur Firing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE