রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষের উপর আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় বিক্ষোভ দেখালেন দলের নেতা-কর্মীরা। উঠল পুলিশের বিরুদ্ধে স্লোগানও।
খড়গপুর শহরে পথ অবরোধের পাশাপাশি রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। মেদিনীপুর শহর লাগোয়া কেরানিচটি এলাকায় জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি-র কর্মী-সমর্থকেরা। অবরোধ চলাকালীন পুলিশের গাড়ি ঢুকে পড়ায় বিক্ষোভের মাত্রা বেড়ে যায়। পুলিশের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। বিজেপি-র জেলা সহ-সভাপতি অরূপ দাস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দলীয় কর্মীদের ক্ষোভ প্রশমিত করেন।
পথ অবরোধ আন্দোলনের সময় কেন পুলিশের গাড়ি ঢুকে পড়েছে তারও প্রতিবাদ জানান অরূপ। তিনি বলেন, ‘‘যে ভাবে বুধবার মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতির উপর হামলা হয়েছে, তার প্রতিবাদে আমরা আন্দোলনে নেমেছি। জানি মানুষের কিছুটা সমস্যা হচ্ছে। তা-ও অন্যায়ের প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছি। ডায়মন্ড হারবারের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে মারার পরিকল্পনা হয়েছিল। যে ভাবে সন্ত্রাস হামলা হচ্ছে আগামী দিনে কেউ সুরক্ষিত থাকবেন না। হার্মাদদের দিয়ে দিলীপ ঘোষের উপর হামলা করেছিল তৃণমূল। পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। এখনও সময় আছে রুখে দাঁড়ানোর।’’