Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Dilip Ghosh

Bengal Polls: দিলীপের প্রচার নিষিদ্ধ ২৪ ঘণ্টা, মমতা বললেন, ‘উনি মন্ডা-মিঠাই খান’

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কেও এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গত সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত প্রচার করতে পারেননি মমতা।

দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২১ ১৯:৫৫
Share: Save:

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্বাচনী প্রচার একদিনের জন্য নিষিদ্ধ করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার রাত ৮টা পর্যন্ত কোনও প্রচার কর্মসূচিতে অংশ নিতে পারবেন না দিলীপ। কমিশন সূত্রে জানা গিয়েছে, শীতলখুচি নিয়ে দিলীপের মন্তব্যের জন্যই এই সিদ্ধান্ত। কমিশনের এই ঘোষণা শোনার পরে সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘নববর্ষ মানে তো আসলে ছুটির দিন। এই নিষেধাজ্ঞার মানে কী! ভালই হয়েছে। উনি মন্ডা মিঠাই খাবেন।’’

প্রসঙ্গত, গত শনিবার চতুর্থ দফার ভোটগ্রহণের দিন কোচবিহারের শীতলখুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের। তা নিয়ে উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি। এর পরের দিন রবিবার বরাহনগরে একটি নির্বাচনী জনসভায় দিলীপ বলেন, ‘‘ভয় দেখিয়ে রাজনীতি করার দিন চলে গিয়েছে। ভয় উপেক্ষা করে মানুষ ভোট দিচ্ছেন। ১৭ তারিখ সকালেও লাইনে দাঁড়িয়ে ভোট দিন। বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেউ লাল চোখ দেখাতে পারবে না। আমরা আছি। আর যদি বাড়াবাড়ি করে, শীতলখুচিতে দেখেছেন কী হয়েছে। জায়গায় জায়গায় শীতলখুচি হবে।’’ গত বুধবার ওই বক্তব্যের জন্য কমিশন দিলীপকে নোটিস পাঠিয়েছিল। বুধবার তার জবাবও দেন তিনি। কমিশন সূত্রে জানা গিয়েছে, দিলীপের জবাবে সন্তুষ্ট না হয়েই এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত।

এর আগে একই রকম ব্যবস্থা মমতার বিরুদ্ধেও নিয়েছে নির্বাচন কমিশন। গত সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কোনও রকম নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেননি মমতা। এর প্রতিবাদে কলকাতায় গাঁধী মূর্তির নীচে ধর্নায় বসেন মমতা। সেই দিন থেকেই দিলীপ ঘোষের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি তোলে তৃণমূল। এর পরে মঙ্গলবার থেকে রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথা হাবড়ার প্রার্থী রাহুল সিংহের প্রচারে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি হয়। বৃহস্পতিবার সেই নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হতে না হতেই দিলীপের প্রচারে নিষিদ্ধ করল কমিশন।

বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকেও এদিন নোটিস পাঠিয়েছে কমিশন। শীতলখুচি নিয়ে তিনিও আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE