Advertisement
১৮ মে ২০২৪
West Bengal Assembly Election 2021

Bengal Polls 2021: মেদিনীপুরের মন্দিরে পুজো দিয়ে জুন জমা দিলেন মনোনয়নপত্র

প্রার্থিতালিকা প্রকাশিত হওয়ার পর এক বার এসেছিলেন। এ বার এসে পুরোপুরি ভোট প্রচারে নেমে পড়েন জুন।

মনোনয়ন দিচ্ছেন জুন মালিয়া।

মনোনয়ন দিচ্ছেন জুন মালিয়া। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৯ মার্চ ২০২১ ১৬:২৭
Share: Save:

মনোনয়নপত্র জমা দিলেন জুন মালিয়া। মঙ্গলবার মেদিনীপুরে মহকুমাশাসকের দফতরে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের তারকাপ্রার্থী। তাঁর সঙ্গে ছিলেন নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক প্রদ্যুৎ ঘোষ। এ বারের নির্বাচনে জুনের নির্বাচনী এজেন্ট তিনি। মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসার পর জুন বললেন, ‘‘আমরাই জিতছি।’’

মেদিনীপুরে জুন প্রার্থী হওয়ার পর বিজেপি-সহ সমস্ত বিরোধী দলই তাঁকে বহিরাগত বলে আক্রমণ করেছে। সে কথা উড়িয়ে মঙ্গলবার জুন বলেন, ‘‘আমি মহিষাদল রাজবাড়ির মেয়ে। মেদিনীপুরের সঙ্গে আমার যোগাযোগ দীর্ঘ দিনের। তাই আমাকে বহিরাগত বলা অর্থহীন।’’

প্রার্থিতালিকা প্রকাশিত হওয়ার পর এক বার এসেছিলেন। এ বার এসে পুরোপুরি ভোট প্রচারে নেমে পড়েন জুন। প্রথমে বেশ কয়েকটি মন্দিরে পুজো দেন তিনি। তার পর মিছিল করে যান মহকুমাশাসকের দফতরে। মিছিলে ওঠে ‘খেলা হবে’ স্লোগান। জুন বলেন, ‘‘আমার উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সবার দিদি, ভরসা রেখেছেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ। আমি, আমাদের দল, জিতবেই।’’

মনোনয়নপত্র জমা দেওয়ার পরে ফের প্রচারে বেরোন জুন। ভোটের মুখে এখন দেওয়াল লিখনে ব্যস্ত দলের কর্মীরা। জুন তাঁদের সঙ্গে যোগ দেন। নিজের নামে দেওয়ালও লেখেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC West Bengal Assembly Election 2021 June Malia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE