Advertisement
২০ মার্চ ২০২৩
CPM candidate

Bengal Polls: নানুরে সিপিএম প্রার্থীর হাত কেটে নেওয়ার হুমকি, অভিযুক্ত তৃণমূল নেতা

শ্যামলীর বক্তব্য, ‘‘থানায় অভিযোগ করেছি। নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানাব।’’

হাত কেটে নেওয়ার হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা।

হাত কেটে নেওয়ার হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নানুর শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২১ ১৩:৫৮
Share: Save:

প্রচারে গিয়ে হুমকির মুখে পড়ছেন নানুরের সিপিএম প্রার্থী তথা নানুরের বিদায়ী বিধায়ক শ্যামলি প্রধান। অভিযোগ, নানুরের আগরতর গ্রামের এক তৃণমূল নেতা প্রকাশ্যে হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন তাঁকে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন শ্যামলী।

বুধবার আগরতর গ্রামে প্রচারে যান সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান। সকাল ১১টা নাগাদ কর্মীদের নিয়ে প্রচার করার সময় স্থানীয় তৃণমূল নেতা নুরবান শেখ তাঁর প্রচারে বাধা দেন বলে অভিযোগ। শ্যামলি তাঁর কথা শুনতে গেলে বেশ কিছু ক্ষণ বাকবিতণ্ডাও চলে। অভিযোগ, তখনই শ্যামলীকে সকলের সামনে হাত কেটে নেওয়ার হুমকি দেন ওই তৃনমূল নেতা। নুরবান বলেছেন, ‘‘এখানে সিপিএমের ভোট নেই। ভোট নিতে এলে হাত কেটে দেব সবার।’’

এই ঘটনায় তৃণমূলের দাবি, বিধায়ক হিসাবে শ্যামলী গ্রামের কোনও উন্নয়ন করেননি। সেই কারণে তাঁকে গ্রামের মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ নেই। যদিও ভিডিয়োতে দেখা যাচ্ছে, শ্যামলির প্রশ্নের জবাবে নিজেকে তৃণমূল কর্মী হিসাবেই দাবি করছেন নুরবান। যদিও এই ভিডিয়োর সত্যতা আনন্দবাজার ডিজিটাল যাচাই করেনি। শ্যামলীর বক্তব্য, ‘‘থানায় অভিযোগ করেছি। নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানাব।’’ এই ঘটনা নিয়ে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘‘প্রচারের অধিকার সব দলের রয়েছে। কাউকে বাধা দেওয়া ঠিক নয়। তবে সিপিএম নানুরে যা অত্যাচার করেছে তা নিয়ে নতুন করে বলার দরকার নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.