Advertisement
২৬ এপ্রিল ২০২৪
West Bengal Assembly Election 2021

Bengal Polls: প্রচারে তোপ: ‘আমি রসগোল্লা খাব, লাড্ডু খাওয়াতে এস না’, মোদী-শাহকে কটাক্ষ মমতার

নির্বাচনের আগে শ্রীরামপুরের জনসভায় মমতা বলেন, শ্রীরামপুরের প্রার্থী মানুষের জন্য কাজ করেছেন। তাই তাঁকেই আবার প্রার্থী করেছি।।

হুগলির শ্রীরামপুরে  জনসভায় মমতা  বন্দ্যোপাধ্যায়।

হুগলির শ্রীরামপুরে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শ্রীরামপুর শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২১ ১৩:৪৬
Share: Save:

শনিবার চতুর্থ দফার নির্বাচনের আগে হুগলির শ্রীরামপুরে গিয়ে বিজেপি-কে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী ও অমিত শাহকে নিশানা করে মমতা বলেন, ‘তুমি ধোকলা খাও, আমি রসগোল্লা খাব, লাড্ডু খাওয়াতে এস না’।

এক নজরে দেখে নিন কী কী বললেন মমতা।

• আমার মায়েদের দুটো পা আমাকে এগিয়ে নিয়ে যায়।

• এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তাই ডাক্তাররা বললেও বিশ্রাম নিইনি।

• শ্রীরামপুরের প্রার্থী মানুষের জন্য কাজ করেছেন। তাই তাঁকেই আবার প্রার্থী করেছি।

• বিনা পয়সায় রেশন চান? আমরা জিতলে দুয়ারে দুয়ারে রেশন যাবে। স্বাস্থ্যসাথী কার্ড বাড়িতে পৌঁছে দেব।

• সারা ভারতে ২ কোটি বেকার বেড়েছে। আমাদের বাংলায় ৪০ শতাংশ বেকারি কমেছে। দারিদ্র কমেছে।

• সরকারি, বেসরকারি ক্ষেত্রে ৫ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে।

• আমরা জিতলে তফশিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের মায়েরা ১ হাজার টাকা করে হাতখরচ পাবেন। অন্য ক্যাটাগরির যাঁরা আছেন তাঁরাও ৫০০ টাকা পাবেন।

• নোটবন্দির সময় মোদী মা-বোনেদের লক্ষ্মীর বাক্স ভেঙে দিয়েছে। সব টাকা জমা দিতে হয়েছে। আমরা ক্ষমতায় এলে আবার মা-বোনেদের লক্ষ্মীর বাক্স করে দেব। মাসে মাসে তাঁরা ভাতা পাবেন।

• বিনা পয়সায় খাদ্য, চিকিৎসা, শিক্ষা, পানীয় জল, কাজ পাবেন।

• নবম শ্রেণির ছেলেমেয়েরা সবুজ সাথীর সাইকেল পাবে বিনামূল্যে।

• অগস্ট মাসে আবার ‘দুয়ারে সরকার’ হবে। যদি কেউ স্বাস্থ্য সাথী কার্ড না পান, সব পেয়ে যাবেন।

• এত কাজ করার পরেও বিজেপি কী ভাবে ভোট চায়? ওরা কী করেছে?

• অমিত শাহের নির্দেশে সব হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভয় দেখাচ্ছে। ওদের কোনও দোষ নেই। আমি সুযোগ পেলে পরে ব্যবস্থা নেব।

• তুমি ধোকলা খাও, আমি রসগোল্লা খাব, লাড্ডু খাওয়াতে এস না।

• সব কিছু বেচে দিচ্ছে। আগামী দিনে ক্ষমতায় এলে আরও বেচে দেবে। তাই এদের দূর করতে হবে।

• সবাই ভোট দিতে যাবেন। যে ভিতু এজেন্ট তাকে দূর করে দিতে হবে। কেউ ভয় পাবেন না।

• খেলা হবে। একটা করে ভোট মানে তৃণমূলের একটা করে খেলা আর বিজেপি-র একটা করে খালি।

• চাঁপদানিতে বিজেপি-কে রফতানি আর তৃণমূলকে আমদানি করতে হবে।

• আবদুল মান্নানকে জেতাবেন না। ও সিপিএম-এর সঙ্গে মিলে আমাকে খুব জ্বালায়। তাই অরিন্দমকেই জেতাবেন।

• আমার সুজাতা মণ্ডলকে মেরেছে। আমিও সব বুঝে নেব ভোটের পরে। তখন তো কেউ আর থাকবে না। আমি রবীন্দ্রসঙ্গীত শোনাব, নজরুলগীতি শোনাব। এ বার সব শুনিয়ে দেব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE