উত্তরপাড়া, তারকেশ্বরের পরে এ বার সিঙ্গুর। বিজেপির ‘নির্দল-কাঁটা’ বাড়ছে হুগলিতে।
দলীয় প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে মানতে না-পেরে সিঙ্গুরে নির্দল হয়ে দাঁড়িয়ে পড়েছেন বিজেপির মণ্ডল সহ-সভাপতি গৌতম মোদক। তাঁর নামে দেওয়াল-লিখন শুরু হয়ে গিয়েছে রবিবার থেকে। গৌতমবাবু শীঘ্রই মনোনয়নও জমা দেবেন বলে তাঁর ঘনিষ্ঠ মহল জানিয়েছে। তারকেশ্বরে ‘নির্দল’ প্রার্থী হয়েছেন বিজেপি নেতা সুকুমার খাঁড়া। বিজেপির প্রার্থী-তালিকা প্রকাশের পরে উত্তরপাড়া কেন্দ্রে প্রথম ‘নির্দল’ হয়ে দাঁড়ান দলের প্রাক্তন জেলা সভানেত্রী কৃষ্ণা ভট্টাচার্য।
পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না-যায়, সে জন্য নড়ে বসেছেন দলের জেলা নেতৃত্ব। তাঁরা আলাপ-আলোচনার মাধ্যমে ‘বিক্ষুব্ধ’দের বাগে আনার চেষ্টা শুরু করছেন। বিশেষ করে তাঁদের নজরে সিঙ্গুর। বিজেপির হুগলি (সদর) সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, ‘‘সমস্যা মেটানোর চেষ্টা হচ্ছে। অনেকটাই মিটে গিয়েছে। যেটুকু সমস্যা আছে সোমবার আমি সিঙ্গুরে সকলের সঙ্গে বৈঠক করে মিটিয়ে দেব।’’ তারকেশ্বর নিয়ে দলের আরামবাগ সাংগঠনিক জেলা সহ-সভাপতি গণেশ চক্রবর্তী বলেন, ‘‘ভুল বোঝাবুঝি মেটানোর চেষ্টা করা হবে।’’