Advertisement
২৫ এপ্রিল ২০২৪
West Bengal asemnbly Election 2021

NarendraModi Rally: দিদি বলেন ‘খেলা হবে’, বিজেপি কী বলে, পাল্টা খেলার সুর বেঁধে মোদীর গলায় ‘দিদি-ই-ই-ই’

ব্রিগেডের সমাবেশে ‘দিদির খেল খতম’ বলে যাওয়া মোদী বৃহস্পতিবার পুরুলিয়ায় ‘খেলা হবে’ শব্দবন্ধ নিয়েই খেলে গেলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০২১ ১৪:৩১
Share: Save:

খেলা হবে। নতুন এই স্লোগানের দৌলতে নীলবাড়ির লড়াই যেন ক্রমশ ক্রীড়াঙ্গন হয়ে উঠেছে। অনুব্রত মণ্ডলের হুঙ্কার থেকে বাম-গানের সুর হয়ে ‘খেলা হবে’ এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও নিত্যদিনের বুলি। সেই ‘খেলা হবে’-কেই আক্রমণের অস্ত্র বানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডের সমাবেশে ‘দিদির খেল খতম’ বলে যাওয়া মোদী বৃহস্পতিবার পুরুলিয়ায় ‘খেলা হবে’ শব্দবন্ধ নিয়েই খেলে গেলেন।

গত লোকসভা নির্বাচনের আগে বাংলায় প্রচারে এসে প্রতিটি বক্তৃতায় মোদী নিয়ম করে সুর করে মমতাকে ‘দিদি-ই-ই-ই’ বলে সম্বোধন করেছিলেন। সেই সুর তিনি আবার ফিরিয়ে এনেছেন বৃহস্পতিবার পুরুলিয়ায়। বারবার সুর টেনে ‘দিদি’ বলে তুললেন ‘খেলা হবে’ স্লোগানের কথা। এবং এক নিশ্বাসে বললেন, ‘‘দিদি বলেন, খেলা হবে। বিজেপি বলে বিকাশ হবে। বিজেপি বলে শিক্ষা হবে। মহিলাদের উত্থান হবে। বিজেপি বলে যুবশক্তির সম্পূর্ণ বিকাশ হবে। চাকরি হবে। পরিষ্কার জল হবে। গ্রামে গ্রামে হাসপাতাল হবে। স্কুল হবে।’’ একটু দম নিয়েই ফের ‘দিদি-ই-ই-ই’ সুর টেনে বলতে থাকেন, ‘‘দিদি ও দিদি! ১০ বছর বাংলার ভাইবোনেদের চিন্তার খেলা খেলেছেন। এ বার তার অবসান হবে বাংলায়। এ বার খেলা শেষ হবে!’’

নন্দীগ্রামে মমতা চোট পাওয়ার পর বৃহস্পতিবারই প্রথমবার বাংলায় এলেন মোদী। ওই ঘটনার পর মমতা হাসপাতালেও ভর্তি হলেও প্রধানমন্ত্রী আরোগ্যকামনা করে কোনও বার্তা দেননি। অন্য দিকে, বিজেপি-র পক্ষ থেকে মমতার অভিযোগকে ‘নাটক’ বলে আখ্যা দেওয়া হয়েছিল। তবে বৃহস্পতিবার মোদী কটাক্ষের পথে হাঁটেননি। তিনি বলেন, ‘‘দিদির চোট লেগেছে। আমরাও চিন্তা হয়। ভগবানের কাছে প্রার্থনা করি, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।’’

বৃহস্পতিবার মোদীর বক্তৃতার আগাগোড়াই প্রত্যাশিত ভাবে ছিল মমতাকে আক্রমণ আর আক্রমণ। অনুন্নয়ন থেকে তোষণ— নানা অভিযোগ তোলেন তিনি। বলেন, ‘‘দিদি আমার উপর রাগ দেখাচ্ছেন। দিদি, আপনিও ভারতের মেয়ে। আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে।’’ সেই সঙ্গেই মোদী বলেন, ‘‘দলিত, আদিবাসী, বনবাসীদের কখনও নিজের ভাবেননি মমতা। করোনাকালে কেন্দ্রের দেওয়া সস্তার চালও লুঠ করেছে দিদির লোকেরা। বাংলায় অনুপ্রেবেশের পিছনেও তোষণের রাজনীতি রয়েছে। ১০ বছর ধরে বাংলায় তোষণের রাজনীতি চলছে।’’

শুধু তোষণই নয়, জঙ্গলমহলে প্রচারে গিয়ে মাওবাদী প্রসঙ্গেও তৃণমূলকে নিশানা করেন মোদী। বলেন, ‘‘নিজেদের স্বার্থে বাংলায় মাওবাদী হিংসায় মদত দিয়েছে তৃণমূল।’’ এর পর ভাঙা বাংলায় মোদী বলেন, ‘‘অনেক অত্যাচার করেছ দিদি। এ বার রুখে দাঁড়াবে মানুষ। মা দুর্গার আশীর্বাদ নিয়ে তোমায় করবে পরাস্ত।’’ মমতাকে লক্ষ্য করে বৃহস্পতিবার অনেক পুরনো কথাও টেনে আনেন মোদী। বলেন, ‘‘পুলওয়ামা হামলার সময় আপনি কাদের সঙ্গে ছিলেন, সেটা বাংলার মানুষ জানে। বাটলা হাউস এনকাউন্টার নিয়ে অপরাধীকে ফাঁসির সাজা দিয়েছে আদালত। কিন্তু মমতাদিদি তখন এনকাউন্টার নিয়েই প্রশ্ন তুলেছিলেন! তোষণের জন্যই এ সব করেছেন তিনি।’’

গত কয়েকদিন জঙ্গলমহলে অমিত শাহ থেকে জেপি নড্ডার সভায় বিজেপি-র পক্ষে ‘সন্তোষজনক’ জমায়েত হয়নি। তবে বৃহস্পতিবার পুরুলিয়ায় মুখরক্ষা হয়েছে রাজ্য বিজেপি-র। সেই ভিড়কে প্রত্যয়ী গলায় মোদী শুনিয়েছেন, ‘‘দিদির সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এ বার ভয় নয়। শুধু জয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE