Advertisement
২০ এপ্রিল ২০২৪
West Bengal

অশান্তির আবহেই শেষ হল তৃতীয় দফার ভোট জারি অভিযোগ, পাল্টা অভিযোগের পালা

রাজ্যে তৃতীয় দফার ভোটেও অশান্তির আবহ জারি রইল দিনভর। আগের দু’দফার মতোই।

তৃতীয় দফার নিরবাচনেও ব্যস্ত থাকল কেন্দ্রীয় বাহিনী।

তৃতীয় দফার নিরবাচনেও ব্যস্ত থাকল কেন্দ্রীয় বাহিনী। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২১ ২২:৩৭
Share: Save:

কোথাও চড় খেলেন অভিনেত্রী। তো কোথাও বাঁশ নিয়ে তেড়ে যাওয়া হল নায়িকার দিকে। কোনও প্রার্থীর নিরাপত্তারক্ষী কেন্দ্রীয় বাহিনীর ঘাড়ধাক্কা খেল। তো কোথাও প্রার্থী নিজেই বেদম পিটুনি খেলেন চ্যালাকাঠ দিয়ে। রাজ্যে তৃতীয় দফার ভোটেও অশান্তির আবহ জারি রইল দিনভর। আগের দু’দফার মতোই। সেই সঙ্গে চলল দু’দলের ক্ষোভ উগরে দেওয়ার পালা। মঙ্গলবার তিন জেলায় ৩১টি বিধানসভা কেন্দ্রে ভোট ছিল। হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণা। সকালে ভোট শুরু হতেই শুরু হয় বিজেপি-তৃণমূলের তরজা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, ইভিএম-এ গোলমালের পাশাপাশি, একাধিক হিংসার ঘটনার অভিযোগও সামনে আসে।

গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।

গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE