ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরে কর্মখালি। প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণা প্রকল্পে সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার প্রয়োজন। শূন্যপদ দু’টি।
কারা আবেদন করবেন?
কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, গণিত— উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন প্রার্থীরা উল্লিখিত প্রকল্পে কাজের জন্য সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতকোত্তর স্তরে ৮.০ সিজিপিএ কিংবা ৭০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
দক্ষতা এবং অভিজ্ঞতা:
ক্রিপ্টোগ্রাফি, হার্ডঅয়্যার সিকিউরিটি নিয়ে কাজের দক্ষতা থাকা প্রয়োজন। একই সঙ্গে সি, সি++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং সিস্টেমভেরিলগ কিংবা ভেরিলগের মতো হার্ডঅয়্যার ল্যাঙ্গুয়েজ জানা আবশ্যক।
বয়স:
আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
অন্যান্য শর্তাবলি:
মোট ৩৪ মাসের চুক্তিতে কাজ চলবে। প্রতি মাসের পারিশ্রমিক ৩৭ হাজার টাকা। এই প্রকল্পে আর্থিক অনুদান দেবে কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক।
অনলাইনে ১৮ মার্চ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনমূল্য ১০০ টাকা। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।