রাজ্য সরকারি হাসপাতালে স্বল্পসময়ের চুক্তিতে চাকরির সুযোগ। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য কর্মী প্রয়োজন। উল্লিখিত পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে সোশিয়োলজি, অ্যানথ্রোপলজি, সোশ্যাল সায়েন্সেস, মেডিক্যাল সোশ্যাল ওয়ার্ক, মনোবিদ্যার মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তবে উল্লিখিত বিষয়ে স্নাতকরাও আবেদনের সুযোগ পাবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের ফিল্ডে গিয়ে কাজের এবং সায়েন্টিফিক প্রোপোজাল লেখার অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আরও পড়ুন:
পদপ্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট পদে তিন মাসের চুক্তিতে কাজ করতে হবে। পারিশ্রমিক হিসাবে ৩১ টাকা দেওয়া হবে। আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি নিয়ে সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ নেওয়া হবে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের নিউটাউনের ক্যাম্পাসে। ১৫ মার্চ সংশ্লিষ্ট পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগের বিষয়ে আরও জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।