উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে কর্মী নিয়োগ। নিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের চুক্তিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে। মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট হিসাবে একটি শূন্যপদ রয়েছে।
সংশ্লিষ্ট পদে বিজ্ঞান বিভাগে দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন এবং মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি কিংবা সমতুল্য বিষয় নিয়ে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। তবে উল্লিখিত বিষয়ে স্নাতক হয়েছেন এবং দু’বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্ত ব্যক্তিকে সংশ্লিষ্ট পদে বহাল রাখা হবে, এমনটাই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। তবে, তার জন্য আলাদা করে আবেদনপত্র পাঠানো প্রয়োজন।
ডাকযোগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ঠিকানায় আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২১ মার্চ। ইন্টারভিউ নেওয়া হবে ২৮ মার্চ। নিযুক্ত ব্যক্তিকে ২০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।