বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের একটি গবেষণা প্রকল্পের জন্য প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট প্রয়োজন। শূন্যপদ একটি। বিশ্ববিদ্যালয়ের তরফে ওই প্রকল্পে কাজের জন্য প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে বেছে নেওয়া হবে।
তবে, বায়োকেমিস্ট্রি, বায়োইনফরমেটিক্স, বায়োটেকনোলজি কিংবা লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাও উল্লিখিত কাজের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন:
তবে, যাঁরা বর্তমানে সেল কালচার টেকনিকস, ইমিউনোলজিক্যাল টেকনিকস কিংবা বায়োইনফরমেটিক্স নিয়ে পিএইচডি করছেন, এমন ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তাঁর অন্তত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ় জানা প্রয়োজন। আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে। নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে ৫৬ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। আবেদনমূল্য হিসাবে ২৫০ টাকা জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। ওই আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্রও পাঠানো প্রয়োজন। আবেদন গ্রহণের শেষ দিন ১৮ মার্চ। এই বিষয়ে আরও জেনে নিতে বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।