অয়েল ইন্ডিয়া লিমিটেডের তরফে মহানদী বেসিন প্রজেক্টে কাজের জন্য কর্মী প্রয়োজন। উল্লিখিত প্রকল্পে কাজের জন্য নিযুক্তদের ভুবনেশ্বরে থাকতে হবে। মোট শূন্যপদ চারটি।
সংশ্লিষ্ট প্রকল্পে কাজের জন্য জিয়োলজিস্ট, সিভিল ইঞ্জিনিয়ার এবং স্টোর্স অফিসার নিয়োগ করা হবে। প্রতিটি পদের ক্ষেত্রেই প্রার্থীদের বয়সসীমা ২৪ বছর থেকে ৫০ বছর ধার্য করা হয়েছে। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৭০ হাজার টাকা থেকে ৮৫ হাজার টাকা দেওয়া হবে।
আরও পড়ুন:
জিয়োলজিস্ট পদে জিয়োলজি কিংবা অ্যাপ্লায়েড জিয়োলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে ওয়েলসাইট জিয়োলজিস্ট হিসাবে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং বিল্ডিং/ইনফ্রাস্ট্রাকচার/রাস্তা সংক্রান্ত প্রকল্পে পূর্বে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিকে সিভিল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে।
স্টোর্স অফিসার পদে ইঞ্জিনিয়ারিং শাখার কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, কিংবা মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের স্টোর্স অফিসার, স্টোর্স কিপার, স্টোর্স এগজ়িকিউটিভ পদে পূর্বে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
মোট এক বছরের চুক্তিতে প্রাথমিক ভাবে নিয়োগ করা হবে। তবে ওই চুক্তির মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। আগ্রহীদের জীবনপঞ্জি-সহ আনুষঙ্গিক নথি নিয়ে সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে। ২১ মার্চ ভুবনেশ্বরের মহানদী বেসিন প্রজেক্টের ঠিকানায় সকাল ১১টা থেকে ইন্টারভিউ চলবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।