কলকাতা পুরসভার তরফে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি পুরসভার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মেডিসিন, কার্ডিয়োলজি, রেডিয়োলজি-সহ মোট ৮ টি বিভাগে বিশেষজ্ঞ নিয়োগ করা হবে। শূন্যপদ ৭৭টি। সকলকেই চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। সপ্তাহে দু’দিন তিন ঘণ্টা করে কাজ করতে হবে। প্রতি দিন ৩ হাজার টাকা করে দেওয়া হবে। প্রার্থীর বয়স ৬৭ বছরের মধ্যে হওয়া চাই। আবেদনের জন্য মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ৩০ জানুয়ারি সকাল সাড়ে ১১টা থেকে ইন্টারভিউ শুরু হবে। ওই দিন বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। আবেদনপত্র পাওয়া যাবে বিজ্ঞপ্তি থেকেই। এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা পুরসভার ওয়েবসাইটে (https://www.kmcgov.in/) দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।