ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং-সহ বিভিন্ন বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, মোট ১৩টি বিষয়ে পিএইচডি প্রোগ্রামের জন্য নাম নথিভুক্তিকরণ চলবে। চলতি বছরের এই প্রোগ্রামের জন্য আগ্রহীদের সশরীরে উপস্থিত থেকে আবেদনপত্র জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত বিভাগে পিএইচডি-র জন্য শূন্য আসন রয়েছে, সেগুলি হল— নৃতত্ত্ব, বায়োকেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, বাণিজ্য, অর্থনীতি, ইতিহাস, ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং, ফিজ়িয়োলজি, দর্শন, উর্দু, সাংবাদিকতা ও গণজ্ঞাপন এবং প্রাণিবিদ্যা। পিএইচডি-তে আবেদনকারীদের উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। পাশাপাশি, তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট - জেআরএফ), স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট), স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট (স্লেট)-এর মতো যে কোনও একটি যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহীদের আবেদনের জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে একটি ফর্ম ডাউনলোড করে তা পূরণ করতে হবে। এর পর তার সঙ্গে আনুষঙ্গিক নথি এবং আবেদনমূল্যের রসিদ-সহ আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দিতে হবে। এ ক্ষেত্রে সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য বাবদ যথাক্রমে ৫০০ টাকা এবং ১০০০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে ৭ মার্চ থেকে। আবেদনের শেষ দিন ২৮ মার্চ। প্রাথমিক বাছাইয়ের পরে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।