কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এ কর্মখালি। কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট বিষয়ে বিশদ জানানো হয়েছে। আগ্রহীদের অনলাইন এবং অফলাইন-উভয় মাধ্যমেই আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার, প্রোডাকশন ম্যানেজার, এডিটর, সাউন্ড রেকর্ডিস্ট এবং ভিডিয়োগ্রাফার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ২৬টি।
আরও পড়ুন:
প্রতিটি পদেই আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৬৩ বছর। নিযুক্তদের মাসিক বেতন হিসাবে ৭০,২০০ টাকা থেকে ১,৫৫,২০০ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রাথমিক ভাবে দু’বছরের জন্য উল্লিখিত পদে প্রার্থীদের নিয়োগ করা হলেও কাজের ভিত্তিতে এই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
প্রতিটি পদে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার মাপকাঠি সম্পর্কিত তথ্য মূল বিজ্ঞপ্তিতে বিশদে জানানো হয়েছে। তাই আবেদনের আগে এই বিজ্ঞপ্তি দেখে নেওয়া আবশ্যক।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন জানাতে হবে। আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে ১,২০০ টাকা। তবে, সংরক্ষিত শ্রেণিভুক্তদের কোনও ফি জমা দিতে হবে না। অনলাইনে আবেদনের শেষ দিন ২৯ মার্চ। তবে, ডাকযোগে প্রতিষ্ঠানে ঠিকানায় সমস্ত নথি-সহ আবেদন ৬ এপ্রিল পর্যন্ত গ্রহণ করা হবে। নিয়োগের শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।