রোগ সংক্রমণ রুখতে কী করণীয়? কোনও পশু বা পাখির থেকে রোগ সংক্রমণ হয়েছে কি না, তা বুঝবেন কী করে? একটি বিশেষ কোর্সের মাধ্যমে এই সবই শেখানো হবে। অল ইন্ডিয়া অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেল্থের ডিপার্টমেন্ট অফ হেল্থ প্রোমোশন অ্যান্ড এডুকেশনের তরফে এক দিনের একটি কোর্স করানো হবে।
পাবলিক হেল্থ, কমিউনিটি মেডিসিন, ভেটেরিনারি সায়েন্স, ফুড সেফটি, ওয়াইল্ড লাইফ নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন, এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। মোট ২৫ জনকে নিয়ে এই কোর্সের ক্লাস করানো হবে।
আরও পড়ুন:
এক দিনের এই কোর্সের ক্লাস ওয়ান হেল্থ কী এবং কেন বর্তমানে এই বিষয়টি প্রাসঙ্গিক, সেই সম্পর্কে অংশগ্রহণকারীদের অবগত করা হবে। একই সঙ্গে অ্যান্টিমাইক্রোবায়াল রেসিস্টেন্স কী ভাবে কাজ করে এবং তা প্রতিরোধের উপায় সম্পর্কেও শেখানো হবে। এ ছাড়াও রিস্ক কমিউনিকেশন এবং অ্যাডভোকেসি এই ক্ষেত্রে কী ভাবে প্রাসঙ্গিক, তাও অংশগ্রহণকারীদের জানানো হবে।
আগ্রহীদের ইমেল মারফত আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ১৭ মার্চ। নাম নথিভুক্ত করার জন্য রেজিস্ট্রেশন ফি হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।