২০২৫-’২৬ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উচ্চ মাধ্যমিকের পাঠক্রমে নতুন বিষয় যোগ করা হয়েছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে মোট পাঁচটি বিষয় পড়ানো হবে। এই পাঁচটি বিষয়ের পাঠ্যক্রম প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
পাঠ্যক্রম অনুযায়ী, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ় অ্যান্ড অ্যাকোয়াকালচার, বিজ়নেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এবং বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্সেস— এই পাঁচটি বিষয়ের বাছাই করা টপিক চারটি সিমেস্টারে পড়ানো হবে। একই সঙ্গে প্রতিটি বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং প্রজেক্ট ওয়ার্কের জন্য কী কী বিষয় শেখানো হবে এবং তার জন্য পরীক্ষায় কত নম্বর বরাদ্দ করা হয়েছে— এই তথ্যও বলা হয়েছে।
আরও পড়ুন:
তবে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রতিটি বিষয়ের পাঠ্যক্রমকে সময়োপযোগী করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন-সহ অন্যান্য বেশি কিছু বিষয়ের পাঠ্যক্রমে পরিবর্তন করা হয়েছে। বিজ্ঞান শাখার পাশাপাশি, কলা এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের কাছে যাতে পাঠ্যবিষয় সহজ হয়ে ওঠে, সেই বিষয়গুলি সরলীকরণের চেষ্টা করা হয়েছে, যাতে পাঠদান এবং পাঠগ্রহণের ক্ষেত্রে কোনও সমস্যা না হয়।
একই সঙ্গে, শিক্ষা সংসদের তরফে এও জানানো হয়েছে, কারা এই বিষয়গুলি পড়াতে পারবেন। এই বিষয়ে যোধপুর পার্ক বয়েজ়-এর প্রধান শিক্ষক অমিত সেন মজুমদার জানিয়েছেন, স্কুল স্তরে এই বিষয়গুলিতে পঠনপাঠন যথেষ্ট প্রাসঙ্গিক এবং উন্নতমানের পাঠ্যক্রমের অধীনে করানো হবে। তাই শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণের পাশাপাশি পাঠদানের পদ্ধতি নিয়েও যথাযথ চর্চার প্রয়োজন রয়েছে। শিক্ষা সংসদের তরফে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাতে তাঁদের কাজ আরও সহজ হবে।
আরও পড়ুন:
উল্লেখ্য, বায়োলজিক্যাল সায়েন্স পড়ানোর জন্য স্থায়ী ভাবে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকারা ফিশারিজ় অ্যান্ড অ্যাকোয়াকালচার পড়াতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলে বায়োলজিক্যাল সায়েন্স বিষয়টি থাকা আবশ্যক। একই ভাবে কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্ট স্টাডিজ়, রসায়ন বিষয়ে পাঠদান করেন, এমন স্থায়ী শিক্ষক-শিক্ষিকারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, বিজ়নেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এবং বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্সেস বিষয়গুলি পড়াতে পারবেন।