ভাল চাকরি পেয়ে গেলেও উচ্চশিক্ষার প্রতি আগ্রহ থেকেই যায়। অনেক সময় পদোন্নতির জন্যও তার প্রয়োজন হয়। যাঁরা ম্যানেজমেন্ট-এর নানা বিষয়ে গবেষণা করতে চান, তাঁদের জন্য এগ্জ়িকিউটিভ ফেলো প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট (ইইপিএম) পিএইচডি প্রোগ্রাম করাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), লখনউ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এমন ঘোষণা করা হয়েছে।
শুধু ম্যানেজমেন্ট-এ গবেষণা নয়, শিক্ষক বা পরামর্শদাতা পদে যাঁরা ভবিষ্যতে কাজ করতে আগ্রহী, তাঁদের জন্যই সংশ্লিষ্ট কোর্স করানো হবে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এই কোর্সের আয়োজন করা হচ্ছে। ইইপিএম পিএইচডি প্রোগ্রামটি পাঁচ বছরের। আংশিক সময়ের এই কোর্সটি শেষ করা যাবে সর্বাধিক সাত বছরের মধ্যে।
আরও পড়ুন:
আবেদনকারীদের উচ্চমাধ্যমিক স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। ইঞ্জিনিয়ারিং বা অন্য যে কোনও ক্ষেত্রে স্নাতক যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। এ ছাড়া যাঁদের সিএ বা সিএস পেশাদারি কোর্সে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর রয়েছে, তাঁরাও কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। যে কোনও আবেদনকারীর ক্ষেত্রেই প্রয়োজন ন্যূনতম সাত বছরের পেশাগত অভিজ্ঞতা। এ ছাড়া ক্যাট, গেট, জিম্যাট, জিআরই বা অন্য কোনও জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় প্রাপ্ত নম্বরও।
কোর্সে ভর্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানের তরফে আয়োজিত প্রবেশিকা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।মআগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়েই আবেদনপত্র-সহ বাকি নথি জমা দিতে হবে। সংরক্ষিতেরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ১০০০ টাকা। আগামী ২০ জানুয়ারি আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।
আরও পড়ুন:
-
কর্মী খুঁজছে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড, কর্মস্থল হতে পারে কলকাতা-সহ অন্য শহরে
-
পুরুলিয়ায় জাতীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে কর্মীর খোঁজ, কী ভাবে আবেদন করবেন?
-
পশ্চিমবঙ্গ-সহ অন্য রাজ্যে ১৫৩ জন কর্মী চাই! বিজ্ঞপ্তি ইউনাইটেড ইন্ডিয়া ইনশিয়োরেন্স-এর
-
সাইবার প্রতারণার বিরুদ্ধে লড়তে বিশেষ পাঠ! উচ্চশিক্ষা বা চাকরির সুযোগ কোথায় কেমন?