বিভিন্ন পদমর্যাদায় কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (ইআইএল)। নিযুক্তদের কলকাতা, মুম্বই, নয়া দিল্লি, গুরুগ্রাম, চেন্নাই বা দেশের অন্য কোনও শহরে পোস্টিং দেওয়া হতে পারে। ইচ্ছুক প্রার্থীরা এ জন্য শুক্রবার থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন।
সংস্থার তরফে ম্যানেজার (কস্ট ইঞ্জিনিয়ারিং), ডেপুটি ম্যানেজার (কস্ট ইঞ্জিনিয়ারিং) এবং ডেপুটি ম্যানেজার (মেকানিক্যাল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং) পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা পাঁচ। ম্যানেজারদের বেতন কাঠামো হবে মাসে ৮০,০০০ থেকে ২,২০,০০০ টাকা এবং ডেপুটি ম্যানেজারদের ৭০,০০০ থেকে ২,০০,০০০ টাকা।
আরও পড়ুন:
ম্যানেজার পদে অনূর্ধ্ব ৩৬ বছর বয়সিরা এবং ডেপুটি ম্যানেজার পদে প্রার্থীদের অনূর্ধ্ব ৩২ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
ম্যানেজার পদের জন্য প্রার্থীদের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন বা সিভিলে বিই, বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। স্নাতকে স্তরে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর থাকা জরুরি। ডেপুটি ম্যানেজার পদের জন্যও যোগ্যতার পৃথক মাপকাঠি স্থির করা হয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৯ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।