পুরুলিয়া জেলায় কাজের সুযোগ। জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগ করা হবে। জেলার জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কাজ করতে হবে নিযুক্তদের। আগ্রহীদের থেকে আবেদনপত্র গ্রহণ করা হবে অনলাইনে।
জেলার তরফে নিয়োগ হবে মেল কাউন্সেলর, ফিমেল কাউন্সেলর, সাইকোলজিস্ট, অডিয়োলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট এবং সোশ্যাল ওয়ার্কার পদে। মোট শূন্যপদ ১০টি।
বিভিন্ন পদে আবেদনকারীদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদের ভিত্তিতে পারিশ্রমিক হবে মাসে ১৮,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ২৮,০০০ টাকা।
আরও পড়ুন:
-
পথকুকুরে বিপদ! স্কুলগুলিতে পড়ুয়া-শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে নির্দেশিকা সিবিএসই-র
-
ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড-এ কর্মীর খোঁজ, পারিশ্রমিক কত হবে?
-
ছ’জন গবেষক প্রয়োজন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, কোন বিভাগে, কোন বিষয়ে গবেষণার কাজ হবে?
-
কর্মী খুঁজছে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড, কর্মস্থল হতে পারে কলকাতা-সহ অন্য শহরে
সাইকোলজিস্ট বা মনোবিদ পদে আবেদনের জন্য প্রার্থীদের মনোবিদ্যায় স্নাতক হতে হবে। এক বছর কাজের অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার। বাকি পদগুলির জন্যও যোগ্যতার মাপকাঠি বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
প্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। আগামী ৯ জানুয়ারি আবেদনের শেষ দিন। বাকি তথ্য মূল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন:
-
সাইবার প্রতারণার বিরুদ্ধে লড়তে বিশেষ পাঠ! উচ্চশিক্ষা বা চাকরির সুযোগ কোথায় কেমন?
-
প্রকাশিত ক্যাট-এর ফলাফল, দেশের বিভিন্ন আইআইএম-এ ভর্তির জন্য প্রয়োজন কত নম্বর?
-
জামাকাপড়ের নকশা থেকে প্রাক্-প্রাথমিকে শিক্ষকতা, নানা বিষয়ের পাঠ দেবে এনএসওইউ
-
আইআইএফটি-র বিভিন্ন ক্যাম্পাসে কর্মী প্রয়োজন, বেতন হবে মাসে এক থেকে দেড় লক্ষ টাকা