কেন্দ্র সরকারের বাণিজ্য দফতরের অধীনস্থ প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি)-এ কাজের সুযোগ। দেশের বিভিন্ন শহরে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে। কর্মীরা সেখানে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ পাবেন। এ জন্য অনলাইনেই আবেদনপত্র জমা দিতে হবে প্রার্থীদের।
প্রতিষ্ঠানে কর্পোরেট রিলেশন্স অ্যান্ড কেরিয়ার অ্যাডভান্সমেন্ট কোঅর্ডিনেটার নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি। সংশ্লিষ্ট পদে চুক্তির ভিত্তিতে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর প্রতিষ্ঠানের প্রয়োজন এবং নিযুক্তদের কর্মদক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ বাড়িয়ে তিন বছর পর্যন্ত করা হতে পারে।
আরও পড়ুন:
নিযুক্তদের প্রথমে দিল্লি, কাঁকিনাড়া এবং গুজরাটের ‘গিফ্ট সিটি’ ক্যাম্পাসে পোস্টিং দেওয়া হবে। তবে অন্য শহরের বাকি ক্যাম্পাসের জন্যও তাঁদের কাজের দায়িত্ব পালন করতে হবে। প্রতিষ্ঠানের পড়ুয়াদের জন্য চাকরির সুযোগ বৃদ্ধির জন্য বিভিন্ন শিল্পসংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে তাঁদের। নিযুক্তদের বেতন হবে মাসে ১ লক্ষ টাকা থেকে ১ লক্ষ ৫০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের বয়স হতে হবে ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের এমবিএ, পিজিডিবিএম বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। ইংরেজি ভাষায় কথোপকথন এবং লেখালিখিতে স্বচ্ছন্দ হতে হবে। প্রয়োজন পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতাও।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৬ ডিসেম্বর। এর পর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।