কেন্দ্রীয় সরকার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মী প্রয়োজন। ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের বিভিন্ন গবেষণা প্রকল্পে নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজের জন্য ৩০ জনকে নিয়োগ করা হবে।
প্রিন্সিপল প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসোসিয়েট, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড ওয়ার্কার পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞান এবং টেকনোলজি শাখার যে কোনও বিষয়ে স্নাতক থেকে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তবে, এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
পদের নিরিখে ৩৫ বছর থেকে ৫০ বছর বয়সি ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদন জানাতে পারবেন। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ২৪ হাজার থেকে শুরু ৬৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২০ মার্চ। পাশাপাশি, আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা জমা দিতে হবে। কবে ইন্টারভিউ নেওয়া হবে, সে বিষয়ে জানতে নিয়মিত প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নজর রাখতে পারেন।