রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ারস ইন্ডিয়া লিমিটেডে কর্মখালি। জেনারেল ম্যানেজার/ চিফ জেনারেল ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
আইনে ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁর জেনারেল ম্যানেজার হিসাবে ন্যূনতম ২১ বছর কিংবা চিফ জেনারেল ম্যানেজার হিসাবে ২৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। কোনও সরকারি কিংবা সরকার পোষিত সংস্থার লিগ্যাল ডিপার্টমেন্টে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীর বয়স ৪৯ থেকে ৫০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিযুক্ত ব্যক্তি ১,২০,০০০ টাকা থেকে ২,৮০,০০০ টাকা বেতনক্রমে প্রতি মাসের পারিশ্রমিক পাবেন। নিযুক্তকে কলকাতা, চেন্নাই, মুম্বই-সহ বিভিন্ন শহরে গিয়ে কাজ করতে হবে।
অনলাইনে আগ্রহীরা আবেদন জানানোর সুযোগ পাবেন। আবেদনের শেষ দিন ২৮ এপ্রিল। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।