বাঁকুড়ার সরকারি স্কুলে রয়েছে শিক্ষকতার সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, এই নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করা হবে বাঁকুড়ার ইন্দপুর গভর্নমেন্ট মডেল স্কুলের জন্য। অফিস অফ দ্য সাব ডিভিশন্যাল অফিসারের তরফে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ। বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিদ্যা, জীবনবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল পড়াতে হবে। প্রতিটি বিষয়ের জন্য এক জন করে শিক্ষক নিযুক্ত হবেন। এ ছাড়াও দু’জনকে গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভাগে শিক্ষাকর্মী হিসেবে নিয়োগ করা হবে। শিক্ষক পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা। তবে, সে ক্ষেত্রেও কোনও সরকারি/ বেসরকারি স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ হবে। ২১ ফেব্রুয়ারি হবে ইন্টারভিউ। বেলা ১১টার মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন জানতে প্রথমে বাঁকুড়া জেলার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে দেখতে পাওয়া যাবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি। তা থেকেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও সবিস্তার জানা যাবে।