কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (সিএনসিআই)-এ কাজের সুযোগ। হাসপাতালের জন্য কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)। শুক্রবার এই মর্মে বেসিল-এর ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, হাসপাতালের বিভিন্ন বিভাগে বিবিধ পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য ইচ্ছুক প্রার্থীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ করা হবে। যা শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে।
সিএনসিআই-এর পেট-সিটি, স্বাস্থ্য সাথী, প্রাইভেট ওপিডি, বিলিং সার্ভিসেস, ওয়ার্ড-সহ অন্যান্য বিভাগের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে পেশেন্ট কেয়ার ম্যানেজার, কর্পোরেট এগজ়িকিউটিভ, ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, টেলিফোন অপারেটর এবং ইনফেকশন কন্ট্রোল নার্স পদে। মোট শূন্যপদ ছ’টি।
বিভিন্ন পদে আবেদনের জন্য কোনও বয়ঃসীমার কথা উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। তবে জানানো হয়েছে, পদ অনুযায়ী নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২১,৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪০,০০০ টাকা।
আরও পড়ুন:
কর্পোরেট এগজ়িকিউটিভ পদে আবেদনের জন্য প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতকের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে সাত বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকা জরুরি। একই ভাবে অন্য পদগুলিতে আবেদনের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি স্থির করা হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ২৯৫ এবং ৫৯০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ১৩ ফেব্রুয়ারি। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য বেসিল-এর ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।