বোস ইনস্টিটিউটে কাজ করতে চান? বিজ্ঞান শাখার বিষয়ে ডক্টরাল ডিগ্রি রয়েছে? এমন ব্যক্তিকে প্রতিষ্ঠানে রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
প্রার্থীদের মলিকিউলার, সেলুলার, বায়োকেমিক্যাল টেকনিক্স নিয়ে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। এ ছাড়াও ইস্ট বায়োলজি, কনফোকাল ইমেজিং, ইলেক্ট্রন মাইক্রোস্কোপি নিয়ে তাঁদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বোস ইনস্টিটিউট। প্রাথমিক পর্যায়ে নিযুক্তকে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৫৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীরা শুধুমাত্র ডাকযোগে আবেদনপত্র জমা দিতে পারবেন। এর জন্য তাঁদের একটি ফর্ম পূরণ করে তার সঙ্গে যাবতীয় নথি নির্দিষ্ট দিনের মধ্যে জমা দিতে হবে। ১৩ জুনের আগে তা পাঠানো প্রয়োজন। ইন্টারভিউ ১৩ জুন নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে বোস ইনস্টিটিউটের ওয়েবসাইটটি (www.jcbose.ac.in) দেখে নিতে পারেন।