ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), বেঙ্গালুরুতে কর্মখালি। রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট অফ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড অ্যাপ্লায়েড ফিজ়িক্স-এর একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। শূন্যপদ একটি।
ইঞ্জিনিয়ারিং শাখার কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের প্রোগ্রামিং, কৃত্রিম মেধা / মেশিন লার্নিং অ্যালগোরিদম, ডেটা কম্পিউটেশন বিষয়ে দক্ষতা থাকা চাই।
আরও পড়ুন:
প্রতিষ্ঠানের নিয়মমাফিক নিযুক্তকে পারিশ্রমিক দেওয়া হবে। এক থেকে দু’বছরের চুক্তিতে কাজ চলবে। তাঁকে ইনস্ট্রুমেন্টেশন সংক্রান্ত প্রকল্পে কাজের জন্য নিয়োগ করা হবে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৫ অক্টোবর। কী ভাবে নিয়োগ হবে, তা জানাতে আবেদনকারীদের সঙ্গে প্রতিষ্ঠানের তরফে যোগাযোগ করে নেওয়া হবে।